বাংলা নিউজ > ঘরে বাইরে > Mulayam Singh Yadav health condition: এখনও সংকটমুক্ত নন মুলায়ম সিং যাদব, আইসিইউতে চলছে চিকিৎসা

Mulayam Singh Yadav health condition: এখনও সংকটমুক্ত নন মুলায়ম সিং যাদব, আইসিইউতে চলছে চিকিৎসা

অসুস্থ মুলায়ম সিং যাদব। (PTI Photo)(PTI10_02_2022_000291B) (PTI)

বহু বিশেষজ্ঞের সম্মেলনে তৈরি করা হয়েছে এই বিশেষ মেডিক্যাল টিম। সোমবারই এই বর্ষীয়ান রাজনীতিবিদকে আইসিইউতে ভর্তি করা হয়। তার আগের দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়াম সিং যাদবের শারীরিক অবস্থা এখনও সংকটের বাইরে নয়। হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

জানা গিয়েছে, ছেলে অখিলেশ ও ও পুত্রবধূ ডিম্পল তাঁর দেখাশোনা করছেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার উন্নতিতে একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানা গিয়েছে।

বহু বিশেষজ্ঞের সম্মেলনে তৈরি করা হয়েছে এই বিশেষ মেডিক্যাল টিম। সোমবারই এই বর্ষীয়ান রাজনীতিবিদকে আইসিইউতে ভর্তি করা হয়। তার আগের দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়। ৮২ বছর বয়সী সমাজবাদী পার্টির এই প্রতিষ্ঠাতা আপাতত মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন। 

সংকট থেকে মুক্ত না হলেও, সমাজবাদী পার্টি জানিয়েছে যে মুলায়ম সিং আপাতত স্থিতিশীল রয়েছেন। সদ্য গুরুগ্রামে এসেছেন মুলায়ম পুত্র অখিলেশ। তাঁর বাবার দেখাশোনা করছেন খোদ অখিলেশ। উল্লেখ্য, গত ২২ অগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম সিং যাদব। তবে অক্টোবরের প্রথম দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

মুলায়ম সিংয়ের অসুস্থতার খবরে রাজনৈতিক শিবিরের অনেকেই তাঁর আরোগ্য কামনা করেছেন। হরিয়ানার বহু রাজনৈতিক নেতাও দেখা করতে আসেন মুলায়ম সিং যাদবের সঙ্গে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে ভুগছেন মুলায়ম সিং যাদব। বয়সজনিত নানান সমস্যা তাঁর রয়েছে বলে খবর। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন