উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি হয়েছে। বেশ কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম সিং যাদব। রবিবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ডঃ নরেশ ত্রেহান এবং ডঃ সুশীলা কাটারিয়া তাঁর স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখছেন। ৮২ বছর বয়সি মুলায়ম সিং যাদবের স্বাস্থ্য গত কয়েক বছর ধরেই ভালো যাচ্ছে না। তার ইউরিন ইনফেকশনের সমস্যা রয়েছে। এদিকে মুলায়মকে আইসিইউতে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছান তাঁর ছেলে তথা উত্তরপ্রদেশ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা অখিলেশ যাদব।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে মুলায়ম সিং যাদবের হঠাৎ শ্বাস নিতে অসুবিধা হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। দেখা যায়, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। রক্তচাপও কমে গিয়েছিল। বাবা মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে লখনউ থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে পৌঁছে যান এসপি জাতীয় সভাপতি অখিলেশ যাদব। মনে করা হচ্ছে অপর্ণা যাদবও গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে যেতে পারেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম সিং যাদব। তিনি খাবারও খাচ্ছে না। এর দেরে নলির মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। এর আগে জুন মাসে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। জুলাই মাসে মুলায়ম সিংয়ের স্ত্রী মারা যান। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। গত কয়েকদিন ধরে মেদান্ত হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। তবে আজ তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়।