বাংলা নিউজ > ঘরে বাইরে > Mulayam Singh Yadav Health Update: শারীরিক অবস্থার অবনতি, ICU-তে নিয়ে যাওয়া হল মুলায়মকে, হাসপাতালে পৌঁছলেন অখিলেশ

Mulayam Singh Yadav Health Update: শারীরিক অবস্থার অবনতি, ICU-তে নিয়ে যাওয়া হল মুলায়মকে, হাসপাতালে পৌঁছলেন অখিলেশ

মুলায়ম সিং যাদব  (PTI)

মুলায়মকে আইসিইউতে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছান তাঁর ছেলে তথা উত্তরপ্রদেশ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি হয়েছে। বেশ কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম সিং যাদব। রবিবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ডঃ নরেশ ত্রেহান এবং ডঃ সুশীলা কাটারিয়া তাঁর স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখছেন। ৮২ বছর বয়সি মুলায়ম সিং যাদবের স্বাস্থ্য গত কয়েক বছর ধরেই ভালো যাচ্ছে না। তার ইউরিন ইনফেকশনের সমস্যা রয়েছে। এদিকে মুলায়মকে আইসিইউতে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছান তাঁর ছেলে তথা উত্তরপ্রদেশ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা অখিলেশ যাদব।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে মুলায়ম সিং যাদবের হঠাৎ শ্বাস নিতে অসুবিধা হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। দেখা যায়, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। রক্তচাপও কমে গিয়েছিল। বাবা মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে লখনউ থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে পৌঁছে যান এসপি জাতীয় সভাপতি অখিলেশ যাদব। মনে করা হচ্ছে অপর্ণা যাদবও গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে যেতে পারেন। 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম সিং যাদব। তিনি খাবারও খাচ্ছে না। এর দেরে নলির মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। এর আগে জুন মাসে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। জুলাই মাসে মুলায়ম সিংয়ের স্ত্রী মারা যান। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। গত কয়েকদিন ধরে মেদান্ত হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। তবে আজ তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়।

পরবর্তী খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.