Ashish Kacholia portfolio: করোনার পরে স্টক মার্কেট বেশ কয়েকটি শেয়ার মাল্টিব্যাগারের স্তরে পৌঁছে গিয়েছে। এক্সপ্রো ইন্ডিয়ার(Xpro India) শেয়ারও তার মধ্যে অন্যতম। আশিস কাচোলিয়া পোর্টফোলিও-র এই শেয়ারটি গত এক বছরে দারুণ রিটার্ন দিয়েছে।
1/6Ashish Kacholia portfolio: কোভিডের পরে ফের ঘুরছে অর্থনীতির চাকা। আর তার ফলে ভারতীয় স্টক মার্কেট বেশ কয়েকটি শেয়ার মাল্টিব্যাগারের স্তরে পৌঁছে গিয়েছে। এক্সপ্রো ইন্ডিয়ার(Xpro India) শেয়ারও তার মধ্যে অন্যতম। আশিস কাচোলিয়া পোর্টফোলিও-র এই শেয়ারটি গত এক বছরে দারুণ রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/6এক্সপ্রো ইন্ডিয়া একটি পলিমার প্রসেসিং সংস্থা। এটি বিড়লা গ্রুপের একটি সংস্থা। ক্যাপাসিটর ও রেফ্রিজেরেটর লাইনারের প্যাকেজিং মেটিরিয়াল উত্পাদন করে এই সংস্থা। ফাইল ছবি: এক্সপ্রো ইন্ডিয়া (Reuters)
3/6গত ২০২০ সালের এপ্রিলে, এক্সপ্রো ইন্ডিয়ার শেয়ার দর ছিল মাত্র ৯.৬০ টাকার স্তরে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
4/6ঠিক এক বছর আগে, ২০২১ সালের ১৩ অগস্ট এই শেয়ারেরদাম ১৮০ টাকার স্তরে ছিল। সেখান থেকে প্রায় ৩৪০% বেড়েছে এক্সপ্রো ইন্ডিয়ার শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
5/6চলতি বছরের শুরুতে, এক্সপ্রো ইন্ডিয়ার শেয়ারের দাম ছিল ৬২৪ টাকা করে। অর্থাত্ YTD-তে ২৭% রিটার্ন দিয়েছে এই শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
6/6জুন ২০২২-এর ত্রৈমাসিকে সংস্থার মোট আয় আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ২৬৯.১৭% বৃদ্ধি পেয়েছে। নেট প্রফিট মার্জিন ১১০.৭১% বেড়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)