বাজারে রকেট গতিতে উত্থান হল কাইজার কর্পোরেশন লিমিটেডের। বছরের শুরুতেই যে সংস্থার প্রতিটি শেয়ারের দাম তিন টাকার কম ছিল, তা ৪৩ দিনের মধ্যে সাত গুণ বেড়ে গেল। তার ফলে দুর্দান্ত রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) গত ৩ জানুয়ারি কাইজার কর্পোরেশন লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ছিল ২.৯২ টাকা। যা গত সপ্তাহে বাজার বন্ধের সময় দাঁড়িয়েছে ২১.৯ টাকা। অর্থাৎ মাত্র ৪৩ দিনে সংস্থার শেয়ারের দাম ৬৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক মাস আগেও সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৯.১৯ টাকা (৭ ফেব্রুয়ারি) ছিল। শেষ এক মাসে সংস্থার শেয়ারের দাম ১৩৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই, শেষ পাঁচটি সেশনে ২০.৯৩ শতাংশ উত্থানের সাক্ষী থেকেছে কাইজার কর্পোরেশন লিমিটেডের শেয়ার।
বিনিয়োগকারীদের সাত গুণ লাভ
কেউ যদি চলতি বছরের ৭ জানুয়ারি কাইজার কর্পোরেশন লিমিটেডে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি ৭.৫ লাখ টাকা রিটার্ন পাবেন। কেউ যদি এক মাস আগে (৭ ফেব্রুয়ারি) এক লাখ টাকা ঢেলে থাকেন, তাহলে তিনি ফেরত পাবেন ২.৩৮ লাখ টাকা। অর্থাৎ এক মাসের কমেই দ্বিগুণের বেশি রিটার্ন মিলেছে।
কাইজার কর্পোরেশন লিমিটেডের ব্যবসা কী?
১৯৫৬ সালে কোম্পানি আইন অনুযায়ী, ১৯৯৩ সালে মুম্বইয়ে চালু হয় কাইজার কর্পোরেশন লিমিটেড। তবে সেইসময় সংস্থার নাম অন্য ছিল। ১৯৯৫ সালের ১৫ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। নয়া নামকরণ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। কাইজার কর্পোরেশন লিমিটেড মূলত স্টেশনারি দ্রব্য, কার্টনের ব্যবসার সঙ্গে যুক্ত।