বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধি নিকট ভবিষ্যত পর্যন্ত অটুট থাকতে পারে। বিশেষত IDFC ব্যাঙ্কের কাস্টমাইজড ক্রেডিট কার্ড ব্যবসা এবং অনলাইন ঋণের ব্যবসা আরও সফল হলে সংস্থার আর্থিক রিপোর্ট আরও ভাল হবে। তখন আরও চড়বে শেয়ার দর।
1/5Multibagger stocks for 2023: গত ছয় মাসে শেয়ারহোল্ডারদের দারুণ রিটার্ন দিয়েছে IDFC ফার্স্ট ব্যাঙ্কের স্টক। সুদের হার বৃদ্ধি, কর্পোরেট ঋণের ব্যবসায় ভাল পারফরম্যান্স ইত্যাদির কারণে শেয়ার চাঙ্গা হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (Twitter)
2/5 বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধি নিকট ভবিষ্যত পর্যন্ত অটুট থাকতে পারে। বিশেষত IDFC ব্যাঙ্কের কাস্টমাইজড ক্রেডিট কার্ড ব্যবসা এবং অনলাইন ঋণের ব্যবসা আরও সফল হলে সংস্থার আর্থিক রিপোর্ট আরও ভাল হবে। তখন আরও চড়বে শেয়ার দর। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5শেয়ারের পারফরম্যান্স: স্টক মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, IDFC ফার্স্ট ব্যাঙ্কের শেয়ার ৪৫ টাকার স্তরে ব্রেকআউট দিয়েছে। এটি বর্তমানে ৪৫-৬০ টাকার রেঞ্জে ট্রেড করছে। একবার এটি ৬০ টাকার প্রাথমিক বাধা টপকে গেলেই শেয়ার ৭০ টাকা পর্যন্ত চড়তে পারে। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5মাত্র ৬ মাস আগেই এই শেয়ারের দাম ৩০ টাকার স্তরে ছিল। ১ জুলাই ২০২২-এ IDFC ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ৩২.২৫ টাকা করে। আর সেটাই বছর শেষে বেড়ে ৫৮.৮৫ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাত্ কেউ যদি ১ জুলাই নাগাদ এতে বিনিয়োগ করে রাখেন এবং এখনও তা ধরে রাখেন, তবে নতুন বছরের শুরুতে প্রায় দ্বিগুণ টাকা রিটার্ন পাবেন। ছবি: গুগল ফাইন্যান্স (Twitter)
5/5প্রফিসিয়েন্ট ইক্যুইটিজের মনোজ ডালমিয়া জানালেন, বিনিয়োগকারীরা বর্তমান দামে স্টকটি কিনতে পারেন। ২-৩ বছরের জন্য ধরে রাখতে পারেন। স্টকটি ৭০ টাকার স্তরে বাধা পাচ্ছে। একবার সেটি ৭০-এর উপরে ব্রেকআউট দিলে, IDFC ফার্স্ট ব্যাঙ্কের শেয়ার দর প্রথমবারের মতো তিন অঙ্কে পৌঁছোতে পারে। ফাইল ছবি: পিটিআই (Twitter)