Multibagger Stock: সাম্প্রতিক কয়েক বছরে ভারতীয় স্টক মার্কেটের সেরা মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে অন্যতম আদিত্য ভিশন। স্মল-ক্যাপের এই স্টক ২০২২ সালের নভেম্বর থেকে বেস বিল্ডিং মোডে রয়েছে। কিন্তু, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের অনেকেই এই স্টক থেকে ইতিমধ্যেই ভাল মুনাফা তুলে নিয়েছেন। আশিস কাচোলিয়া পোর্টফোলিও-র এই স্টক তিন বছর আগে মাত্র ১৭.২০ টাকা করে ছিল। সেখান থেকে বেড়ে ১,৪৭১.৫০ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাত্, এই সময়েরর মধ্যে এটি শেয়ারহোল্ডারদের ৮,৪০০%-এরও বেশি রিটার্ন প্রদান দিয়েছে। আরও পড়ুন: Multibagger share-কয়েক বছর আগে মাত্র ১০ হাজার টাকা রাখলেই পেতেন ৫৬ লাখ! জানুন কীভাবে
আদিত্য ভিশন শেয়ারের হিস্ট্রি
আশিস কাচোলিয়া পোর্টফোলিও-র এই মাল্টিব্যাগার স্টকটি ২০২২ সালের নভেম্বর থেকে বেস বিল্ডিং মোডে রয়েছে। গত এক মাসে, আদিত্য ভিশনের শেয়ারের দাম ১,৫৫০ টাকা থেকে বেড়ে ১৪৭১.৫০ টাকায় নেমে গিয়েছে। অর্থাত্, এই সময়ের মধ্যে এটি ৫%-এরও বেশি কমেছে। YTD-এ ১,৫৩৫ টাকা থেকে কমে ১৪৭১.৫০ টাকায় নেমে এসেছে। ২০২৩ সালে ৪%-এরও বেশি লোকসান হয়েছে।
কিন্তু, গত এক বছরের রিটার্ন দেখলে তখনই এই শেয়ারের মহিমা বুঝতে পারবেন। এক বছর আগে আদিত্য ভিশনের শেয়ারের দাম ৮৩৯ টাকা করে ছিল। সেখান থেকে বেড়ে এখন ১৪৭১.৫০ টাকার স্তরে দাম বেড়ে গিয়েছে। অর্থাত্, গত এক বছরে ৭৫%-এরও বেশি বেড়েছে।
একইভাবে, গত দুই বছরে, এই মাল্টিব্যাগার শেয়ার ২৪০ টাকা থেকে বেড়ে ১,৪৭১.৫০ টাকায় পৌঁছে গিয়েছে ফলে দীর্ঘমেয়াদী শেয়ারহোল্ডাররা প্রায় ৫০০% রিটার্ন পেয়েছেন। বিহারের এই সংস্থার শেয়ার গত তিন বছর আগে ১৭.২০ টাকা করে ছিল। আর সেখান থেকে বেড়ে এখন ১,৪৭১ টাকার হয়েছে। ফলে, এই সময়ে ৮,৪০০%-এরও বেশি রিটার্ন দিয়েছে।
বিনিয়োগে প্রভাব
যদি কোনও বিনিয়োগকারী এক বছর আগে এই মাল্টিব্যাগার স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর শেয়ারের দাম এখন বেড়ে ১.৭৫ লাখ টাকা হয়ে যাবে।
কোনও বিনিয়োগকারী যদি দুই বছর আগে এই মাল্টিব্যাগার স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর ১ লাখ টাকা আজ প্রায় ৬ লাখে পরিণত হত।
কোনও বিনিয়োগকারী যদি তিন বছর আগে এই স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর ১ লাখ টাকার শেয়ার আজ বেড়ে ৮৫ লাখেরও বেশি হয়ে যেত। আরও পড়ুন: Guchhi Mushrooms: ৩০ হাজার টাকা কেজি দাম মাশরুমের! কারণ জানলে অবাক হবেন