ভারতের স্টক মার্কেটের অন্যতম মাল্টিব্যাগার শেয়ার SRF । রাসায়নিক সংস্থার এই শেয়ারে দীর্ঘ মেয়াদে দারুণ মুনাফা করেছেন বিনিয়োগকারীরা। ২০২১ সালে এই শেয়ারে নিয়মিক ডিভিডেন্ড ও বোনাস পেয়েছেন অনেকে। ফলে মোট রিটার্নও বৃদ্ধি পেয়েছে। ২০২১-এ রাসায়নিক সংস্থা ৪:১ অনুপাতে বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাত্ প্রতিটি শেয়ার পিছু ৪টি করে বোনাস শেয়ার পেয়েছেন বিনিয়োগকারীরা। এর ফলে তাঁদের মোট শেয়ার হোল্ডিং এক লাফে বৃদ্ধি পেয়েছে। হিসাব অনুযায়ী, আজ থেকে যদি কেউ কুড়ি বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, এবং এতদিন তাতে হাত না দিতেন, আজ তাঁর শেয়ারের দর ২৪.৫০ কোটি টাকারও বেশি হয়ে যেত। আরও পড়ুন: এক রিপোর্টেই পতন শেয়ারে! বিশ্বের প্রথম ১০ ধনীর এলিট লিস্টের বাইরে গৌতম আদানি
SRF : শেয়ারের ইতিহাস
মাল্টিব্যাগার এই রাসায়নিক স্টক গত প্রায় এক বছর ধরে খুব একটা ওঠানামা করেনি। তবে এটি গত পাঁচ বছরে ৫০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। গত দশ বছরে, এই মাল্টিব্যাগার স্টক প্রায় ৩৯ টাকা থেকে বেড়ে ২,২০০ টাকার স্তরে চলে এসেছে। অর্থাত্ দীর্ঘ মেয়াদে এই শেয়ার ৫,৫০০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।
গত ২০ বছরের হিসাব দেখলে আপনার চোখ কপালে উঠবে। আজ থেকে বছর ২০ আগে এই শেয়ারেরই দাম ছিল ৪.৫০ টাকার স্তরে। আর আজ সেই শেয়ারই বেড়ে প্রায় ২,২০০ টাকায় চড়েছে। ফলে গত দুই দশকে প্রায় ৪৮,৮০০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই শেয়ার।
শুধুমাত্র শেয়ার দর বৃদ্ধিই নয়। বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে দুর্দান্ত লাভ করেছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা।
বোনাস শেয়ারের কামাল
যদি কোনও বিনিয়োগকারী আজ থেকে ২০ বছর আগে এই মাল্টিব্যাগার স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে সেই সময়ে তিনি প্রায় ২২,২২২টি SRF শেয়ার পেতেন। প্রতিটি ৪.৫০ টাকা করে পড়ত।
২০২১ সালে ৪:১ বোনাস শেয়ার ইস্যু হয়েছে। আর তারপরেই শেয়ারের সংখ্যা বেড়ে প্রায় ১,১১,১১০-এ দাঁড়াবে। আর এখন SRF-এর শেয়ারের দাম ২,২০০ টাকার স্তরে। ফলে সেই শেয়ারের দাম এখন বেড়ে প্রায় ২৪.৫০ কোটি টাকায় পৌঁছে যাওয়ার কথা।
তবে একথা সত্যি, যে ২০ বছর নেহাত্ কম সময় নয়। আর সেই সময়ে SRF একটি সাধারণ পেনি স্টকের মতো ছিল। সেটিই যে এমন রিটার্ন দিতে পারে, তা কল্পনা করাও কঠিন ছিল।
তবে এর থেকে একটি শিক্ষা গ্রহণ করা যেতে পারে। শেয়ার বাজারে রাতারাতি বড়লোক হওয়া খুবই বিরল বিষয়। বিনিয়োগে ভাল রিটার্ন পাওয়ার জন্য চাই ধৈর্য্য, দূরদর্শীতা ও পড়াশোনা। এই তিনের সঠিক ভারসাম্যই শেয়ার বাজারে সাফল্যের চাবিকাঠি। আরও পড়ুন:Tata Elxsi Share: ১ লাখ টাকা পরিণত হল ১২ কোটি টাকায়! TATA-র এই শেয়ারে ফাটিয়ে লাভ বিনিয়োগকারীদের
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup