কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ১০টি রাজ্যে নোডাল অফিসার সহ বিশেষজ্ঞদের কেন্দ্রীয় দল মোতায়েন করবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যে রাজ্যে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রনের কেসে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বা যেখানে টিকাকরণের গতি ধীর, সেখানে এই দল মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এবং পঞ্জাবে কেন্দ্রীয় দল পাঠানো হবে বলে জানাচ্ছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেমোব়্যান্ডামে লেখা, ‘অভ্যন্তরীণ পর্যালোচনাগুলিতে উল্লেখ করা হয়েছে যে, কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন দ্রুত গতিতে বেড়ে চলছে বেশ কিছু রাজ্যে ওমিক্রনের সংখ্যা। এটিও লক্ষ্য করা গিয়েছে যে এই রাজ্যগুলিতে কোভিড টিকাকরণের গতি জাতীয় গড় থেকে কম। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ১০টি চিহ্নিত রাজ্যে কেন্দ্রীয় দল মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দলগুলিকে বিশেষভাবে কোভিড পরিস্থিতির উপর নজরদারি, কন্টেনমেন্ট অপারেশন সহ কন্ট্যাক্ট ট্রেসিংয়ের দিকে নজর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ক্লাস্টার থেকে ইনসাকগ ল্যাব নেটওয়ার্কে পর্যাপ্ত নমুনা পাঠানো সহ কোভিড পরীক্ষা করার দায়িত্ব রয়েছে এই দলের উপর। তাছাড়া কোভিড বিধি প্রয়োগ, হাসপাতালের বেডের প্রাপ্যতা, অ্যাম্বুলেন্স, ভেন্টিলেটর, মেডিকেল অক্সিজেন ইত্যাদি সহ পর্যাপ্ত রসদের বিষয়েও নজরদারি চালাতে হবে এই দলগুলিকে। কোভিড টিকাকরণের দিকেও নজর দেবে এই দলগুলি। নির্দেশিকায় বলা হয়েছে, ‘রাজ্য স্তরের কেন্দ্রীয় দলগুলি পরিস্থিতি মূল্যায়ন করবে, প্রতিকারমূলক পদক্ষেপের পরামর্শ দেবে এবং প্রতি সন্ধ্যায় ৭টার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সেলের (স্বাস্থ্য মন্ত্রক) কাছে গৃহীত জনস্বাস্থ্য কার্যক্রমের বিষয়ে একটি রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকারকেও এই রিপোর্ট জমা দিতে হবে দলগুলিকে।’