সদ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির তরুণ তুর্কী দেবেন্দ্র ফড়ণবিস। তাঁর নেতৃত্বধীন সরকারে ডেপুটি হিসাবে রয়েছেন শিন্ডে শিবিরের একনাথ ও এনসিপির একাংশ নিয়ে অজিত পাওয়ার। এই শপথের আয়োজনে সদ্য মুম্বইয়ের আজাদ ময়দান সেজে ওঠে। চাঁদের হাট দেখা যায় এই আয়োজনে। রণবীর সিং থেকে রণবীর কাপুর, সচিন তেন্ডুলকার সহ অনেকেই এখানে উপস্থিত ছিলেন। তবে এই বর্ণাঢ্য আয়োজেনের মাঝে বেশ কয়েকজনের পার্স থেকে সোনার চেন ছিনতাই হয়ে গিয়েছে।
দেবেন্দ্র ফড়ণবিস সরকারের পথ চলা শুরুর দিনেই তাঁর শপথের অনুষ্ঠানে দেদার ছিনতাইয়ের ঘটনা নিয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ১৩ জনের কাছ থেকে খোয়া গিয়েছে জিনিসপত্র। কারোর কাছে ছিল সোনার হার, কারোর কাছে পার্স, কারোর কাছে নগদ টাকা। সর্বমোট ১২.৪ লাখ টাকার জিনিস সেদিনের অনুষ্ঠান থেকে খোয়া গিয়েছে, বলে জানিয়েছে পুলিশ।
মহারাষ্ট্রের আজাদ ময়দানে দেবেন্দ্র ফড়ণবিসের শপথের সভায় ৫০ হাজার মানুষের ভিড় হয়েছিল। সেখানে কারা এই দুবৃত্ত, তার খোঁজে নেমেছে পুলিশ। এপর্যন্ত ১৩ টি এফআইআরের সন্ধান মিলেছে। এই মামলাগুলি ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২) এর ধারায় চুরির অপরাধের মামলা। আজাদ ময়দান থানার পুলিশ বলছে, ‘ আরও অভিযোগ আসছে এবং আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং অপরাধীদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছি।’ ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে ৬৪ বছর বয়সী কান্দিভালির বাসিন্দা শিবাজি গাওয়ালি ছিলেন। যিনি বন্ধুদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শিবাজি বলছেন, ‘আমি যখন গেট নং ২ দিয়ে যাচ্ছিলাম। বেলা সাড়ে ছয়টার দিকে এলাকাটিতে ছিল প্রচণ্ড ভিড়।’ এরপর তিনি বলেন,' যখন আমি বাইরে পা রাখলাম, আমি লক্ষ্য করলাম আমার ৩০-গ্রাম সোনার চেন নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বুঝলাম কেউ চুরি করেছে।' আন্ধেরির ৫০ বছর বয়সী জয়দেবী উপাধ্যায় সহ অন্যদের দ্বারা অনুরূপ ঘটনা জানা গিয়েছে, যিনি তার ২০ গ্রাম সোনার চেন হারিয়েছেন৷ ফোর্ট থেকে সন্তোষ লাচকে, ৬১, যার ১৭ গ্রাম সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়েছিল। চরকোপ থেকে ৭২ বছর বয়সী বিলাস চ্যাভান, যিনি তার ২০ গ্রামের চেইন চুরির কথা জানিয়েছেন। মোহন কামত, ৭০, দাদারের, যিনি ৩৫ গ্রাম সোনার চেন হারিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।