জঙ্গি হামলার মতো মনে হচ্ছিল- সোমবার মুম্বইয়ের কুরলা ওয়েস্টে বাস দুর্ঘটনার পরে এমনই বললেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যাঁরা ঘটনার সময় সামনে ছিলেন, তাঁদের মধ্যে কেউ-কেউ বলেছেন যে বাস দুর্ঘটনার ব্যাপকতা এতটাই ছিল যে মনে হচ্ছিল জঙ্গি হামলার মতো কিছু হয়েছে। যে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়। আহত হয়েছেন ৪৯ জন। সংশ্লিষ্ট মহলের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তারইমধ্যে ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। তিনি দাবি করেছেন যে ব্রেক খারাপ হয়ে যাওয়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরে দুর্ঘটনা ঘটেছে।
বাসের ব্রেক ঠিক আছে, বললেন পরিবহণ দফতরের ইনস্পেক্টর
যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, মদ খেয়ে বাস চালাচ্ছিলেন চালক। তাই বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। রাজ্য পরিবহণ দফতরের ইনস্পেক্টর ভরত যাদব জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বাসের ব্রেক ঠিকই আছে। ব্রেকফেল হয়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পরিবহণ দফতরের ইনস্পেক্টর।
একের পর এক গাড়ি ও পথচারীকে ধাক্কা
পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ কুরলা স্টেশন থেকে বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (বিইএসটি) ৩৩২ নম্বর রুটের বাসটি ছেড়েছিল। যাচ্ছিল আন্ধেরি ওয়েস্টের আগরকর চকের দিকে। কিন্তু মাত্র ১০০ মিটার যাওয়ার পরেই একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে। রাস্তায় উলটো দিক থেকে যাওয়া দু'চাকা গাড়ি, দুটি অটোয় ধাক্কা মারে। পুরো পিষে যাওয়ার মতো একটি অটো দুমড়ে-মুচড়ে গিয়েছে।
এতগুলি গাড়িতে ধাক্কা মারার পরও বাসকে নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। পথচারীদের ধাক্কা মারে। শেষপর্যন্ত বৃহন্মুম্বই পুরনিগমের এল ওয়ার্ডের অফিসের কাছে ডক্টর আম্বেদকর নগর হাউসিং কমপ্লেক্সের কাছে বাসটি থেমে যায় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: Centre on Train Accidents: মোদী জমানায় রেল দুর্ঘটনা কমেছে ৬০ শতাংশ, দাবি কেন্দ্রের
ভয়াবহ অবস্থা হয়েছিল, শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা
প্রত্যক্ষদর্শী আসলাম আনসারি দাবি করেছেন, কমপক্ষে সাতটি গাড়িতে ধাক্কা মারে বাসটি। ধাক্কা মারে অনেক পথচারীকে। তিনি বলেন, 'যখন দুর্ঘটনা ঘটেছে, তখন বাসে প্রচুর যাত্রী ছিলেন। আমরা রাস্তায় দু'জনকে প্রায় মৃত অবস্থায় দেখতে পাই।'
আরও পড়ুন: Accident: জলের ট্যাঙ্কারের ধাক্কা বাইকে! দুর্ঘটনা স্থলেই মৃত্যু মুম্বইয়ের খ্যাতনামা মডেলের
একইসুরে কুরলা বাজারে সবজি ব্যবসায়ী সাদ শেখ জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কমপক্ষে পাঁচজনকে দেখতে পান। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। প্রচুর মানুষের ভিড় জমে যায়। মোতায়েন করা হয় কুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)।