বাংলা নিউজ > ঘরে বাইরে > ট্রেনে খোয়ানো ওয়ালেটের সঙ্গে ১৪ বছর পরে মিলল ৫০০ টাকার কড়কড়ে নোটও

ট্রেনে খোয়ানো ওয়ালেটের সঙ্গে ১৪ বছর পরে মিলল ৫০০ টাকার কড়কড়ে নোটও

২০০৬ সালে মুম্বইয়ের লোকাল ট্রেনের কামরায় নিজের ওয়ালেট হারিয়েছিলেন হেমন্ত।

ভাশির জিআরপি দফতর থেকে হারানো ওয়ালেটটি ফিরে পান। সেই সঙ্গে ওয়ালেটে থাকা টাকাও তাঁকে ফেরত দেওয়া হয়।

লোকাল ট্রেনে হারিয়ে যাওয়ার ১৪ বছর পরে নিজের ওয়ালেট ফেরত পেলেন মুম্বইয়ের বাসিন্দা হেমন্ত পেডলকর। সেই সঙ্গে ফেরত পেলেন ভিতরে থাকা অর্থের একাংশ।

২০০৬ সালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে প্যানভেল লোকালে নিজের ওয়ালেট হারিয়েছিলেন হেমন্ত। গত এপ্রিল মাসে তিনি ভাশি রেল স্টেশনের জিআরপি-র থেকে একটি ফোন পান। ফোনে তাঁকে ১৪ বছর আগে খোয়ানো ওয়ালেট খুঁজে পাওয়ার খবর দেওয়া হয়। 

সেই সময় দেশব্যাপী লকডাউন জারি থাকার কারণে উদ্ধার হওয়া ওয়ালেট ফেরত আনতে পারেননি হেমন্ত। পরে নিষেধাজ্ঞা উঠলে তিনি ভাশির জিআরপি থানায় গিয়ে হারানো ওয়ালেটটি ফিরে পান। তাঁকে ওয়ালেটে থাকা টাকাও ফেরত দেওয়া হয়।

পিটিআই-কে হেমন্ত জানিয়েছেন, ‘হারানোর সময় ওয়ালেটে আমার ৯০০ টাকা ছিল, যার মধ্যে ছিল পরবর্তীকালে ২০১৬ সালে ঘোষিত নোটবন্দিতে অচল হয়ে যাওয়া একটি ৫০০ টাকার নোট। ভাশি থানার জিআরপি ১০০ টাকা স্ট্যাম্প পেপার সংক্রান্ত খরচ বাবদ বাদ পড়ে এবং অচল নোট বদলে নতুন একটি ৫০০ টাকার নোট দেওয়া হয়।’

জিআরপি দফতরে তাঁর সঙ্গে আরও বহু মানুষ তাঁদের খোয়া যাওয়া সম্পত্তি ফেরত পেতে হাজির হয়েছিলেন বলে জানিয়েছেন হেমন্ত। তার মধ্যে বেশ কিছু নোটবন্দিতে অচল নোট ছিল বলেও তিনি জানিয়েছেন। তবে নিজের হারিয়ে যাওয়া ওয়ালেট ও টাকা ফেরত পেয়ে খুবই খুশি হেমন্ত। 

জিআরপি-র তরফে জানানো হয়েছে, হেমন্তের ওয়ালেট চুরি করা দুষ্কৃতীরা কয়েক মাস আগে ধরা পড়েছে। তাদের থেকেই ফেরত পাওয়া যায় ওই ওয়ালেট-সহ চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

পাকিস্তানেও ঘটা করে পালিত হচ্ছে দুর্গাপুজো, ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা বলছেন… ডিউটি না করলে চাকরি ছাড়ুন, ডাক্তারদের হুঁশিয়ারি কুণালের,আপনি নিট দিন,পালটা জবাব 'অন্তরের বাচ্চাটা আজ বেজায় খুশি!' বেন ১০ এর টাইটেল ট্র্যাক গাইছেন সুনিধি চৌহান! সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন্সের বড় ব্যবসা শুরু বেশি মাইনের আশায় PSU সংস্থার অফার ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা-IIT Mandi পুজোয় রসনা তৃপ্ত হোক দক্ষিণী স্টাইলের কাঁকড়া রোস্টে, রেঁধে ফেলুন এভাবে ICC Women's T20I Rankings: হরমনপ্রীতের লম্বা জাম্প, পিছিয়ে পড়লেন স্মৃতি-দীপ্তি পুজোয় অতিথিদের চমকে দিন চম্পারণ মটন রেঁধে, জমে উঠুক দুপুরের আহার আপনার সন্তানের IQ Level কতটা ভালো! জানতে পারবেন এই ৭ উপসর্গ দেখলেই দিল্লির প্রবাসী বাঙালি? রাজধানীতে আয়োজিত কোন কোন পুজো মিস করবেন না এবার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.