বাংলা নিউজ > ঘরে বাইরে > Money Heist দেখে অনুপ্রাণিত, ভল্ট থেকে ৩৪ কোটি চুরি ব্যাঙ্ক ম্যানেজারের

Money Heist দেখে অনুপ্রাণিত, ভল্ট থেকে ৩৪ কোটি চুরি ব্যাঙ্ক ম্যানেজারের

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

 অভিযুক্ত আলতাফ শেখ ICICI ব্যাঙ্কের ক্যাশ কাস্টোডিয়ান সার্ভিসের ম্যানেজার ছিলেন। প্রায় এক বছর আগে, তিনি 'মানি হেইস্ট' নামের জনপ্রিয় অনলাইন সিরিজটি দেখেন। সেখান থেকেই রাতারাতি বড়লোক হওয়ার জন্য ব্যাঙ্কের ভল্ট থেকে চুরি করার বুদ্ধি পান।

'মানি হেইস্ট' দেখে অনুপ্রাণিত। আর তার পরেই নিজের ব্যাঙ্কের ভল্ট-ই ফাঁকা করে দিলেন এক ব্যাঙ্ক ম্যানেজার। জনপ্রিয় ওয়েব সিরিজ দেখেই নাকি ৩৪ কোটি টাকা চুরি করার অনুপ্রেরণা পান ICICI ব্যাঙ্কের ওই ক্যাশ ম্যানেজার। মহারাষ্ট্রের ডম্বিভিলির শাখার ওই ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

ডম্বিভিলির MIDC এলাকায় ICICI ব্যাঙ্কের এই শাখা। অভিযুক্ত আলতাফ শেখ ব্যাঙ্কের ক্যাশ কাস্টোডিয়ান সার্ভিসের ম্যানেজার ছিলেন। প্রায় এক বছর আগে, তিনি 'মানি হেইস্ট' নামের জনপ্রিয় অনলাইন সিরিজটি দেখেন। সেখান থেকেই রাতারাতি বড়লোক হওয়ার জন্য ব্যাঙ্কের ভল্ট থেকে চুরি করার বুদ্ধি পান। মাসের পর মাস ভল্টের কোথা দিয়ে টাকা সরানো যায়, তা খুঁজে খুঁজে বের করেন। সেই মতো এক অভিনব পরিকল্পনাও ফেঁদে ফেলেন। ধীরে ধীরে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম সংগ্রহ করেছিলেন।

কীভাবে হল বাস্তবের মানি হেইস্ট?

একদিন ব্যাঙ্কের সেফ রুমের পাশে এসি মেরামতের কাজ হচ্ছিল। সেদিনই নিজের কাজ হাসিল করেন। ভল্টের অন্দরে এসি ডাক্ট। তার গ্রিল খুলে ফেলেন। এরপর সেই গর্ত দিয়ে টাকা ফেলে দেন। কিন্তু তাহলে তো টাকা নিচে পড়ার কথা?

সেই ব্যবস্থাও করে রেখেছিলেন। ব্যাঙ্কের বিল্ডিংয়ের পেছনে একটি ত্রিপল বাঁধা ছিল। টাকা গিয়ে পড়ে সেখানে। এরপর বাইরে বেরিয়ে সেই টাকা ব্যাগে ভরে হাওয়া হয়ে যান।

কিন্তু সিসিটিভি ফুটেজ?

ভল্টে এত টাকা, সিসিটিভি থাকাটাই তো স্বাভাবিক। সেই বিষয়েও ফন্দি আঁটেন তিনি। সিসিটিভির DVR-টাই গায়েব করে দেন। ফলে প্রমাণ করার কোনও সুযোগই রাখেননি।

উল্টে ভালোমানুষ সাজতে নিজেই কর্তৃপক্ষের কাছে চুরির অভিযোগ দায়ের করেছিলেন।

কীভাবে ফাঁস হল মাস্টারপ্ল্যান?

পুলিশি তদন্ত চলাকালীন, ওই ব্যক্তি তাঁর তিন বন্ধু- কুরেশি, আহমেদ খান এবং অনুজ গিরিকে ফোন করেছিলেন। নিজের কাছে এত নগদ টাকা রাখা বিপদজনক। তাই তাঁদের কাছে প্রায় ১২ কোটি টাকা (মোট ৩৪ কোটির মধ্যে) দিয়ে দেন।

তদন্তের অংশ হিসাবে আলতাফ শেখের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। আর তারপর ওই তিন ব্যক্তিকে খুঁজে বের করতেই পুরোটা ফাঁস হয়ে যায়। জেরায় টাকার কথা স্বীকার করে ফেলেন ওই তিনজন। তাঁদের কাছ থেকে মোট ৫ কোটি টাকা উদ্ধার হয়।

এদিকে বাকি ২২ কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে যান অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার। তবে শেষরক্ষা হয়নি। ওই তিন বন্ধুকে জেরা করেই প্রায় আড়াই মাস পর পুনে থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। জেরায় মানি হেইস্ট দেখে তাঁর মাথায় এই চিন্তা আসে বলে জানিয়েছেন তিনি। 

এখনও পর্যন্ত সব মিলিয়ে মাত্র ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা সম্ভবত বন্ধু, পরিবারের সদস্যদের কাছে লুকিয়ে রাখা আছে। অভিযুক্তের বোন ও আরও ৫ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। টাকা উদ্ধারের জন্য জেরা করা হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

রাতুলের সঙ্গে প্রেম ও বিয়ের কথা ছেলেকে প্রথম কীভাবে বলেছিলেন? অকপট রূপাঞ্জনা ভোটগ্রহণের আগের রাতে কোচবিহারে ঝরল রক্ত, আক্রান্ত তৃণমূল ও বিজেপির ২ বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো যেন সিনেমা! ১৬ মিলিয়ন ডলারের সোনা ও মুদ্রা চুরি, কানাডায় ধৃত ২ ভারতীয় বংশোদ্ভূত রাত থেকেই তপ্ত, কোচবিহারে অগ্নিপরীক্ষা! বিরাট ব্যবস্থা করছে কমিশন পরকীয়া করছে স্বামী, সন্দেহে ঘুমন্ত অবস্থায় গায়ে গরম জল ঢেলে দিল স্ত্রী লাগেজ ছাড়াই দিল্লি থেকে বাগডোগরায় পৌঁছল বিমান, চরম দুর্ভোগে যাত্রীরা আগামিকাল কামদা একাদশী, আয় বাড়াতে করুন এই সহজ কাজ, বাড়বে রোজগার ব্যবসায় হবে লাভ উফ কী গরম! 'দারুণ অগ্নিবাণে রে' গেয়ে পরিস্থিতি বোঝালেন গার্গী সাগর পাড়ে নুসরত, পাশে চুপটি করে ঈশান! ছেলের পুরো ছবি প্রথমবার দিলেন হট মাম্মা

Latest IPL News

বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.