মুম্বইয়ের ওপর হামলা চালাতে পারে খালিস্তানি জঙ্গি সংগঠন, এমন খবর প্রকাশ্যে আসতেই চরম চাঞ্চল্য ছড়িয়েছিল বাণিজ্যনগরী জুড়ে। এই আবহে মুম্বইতে হাই অ্যালার্ট জারির খবরও প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই পরিস্থিতিতে মুম্বই কমিশনার হেমন্ত নাগরালে জানান, শহরে খালিস্তানি জঙ্গি নাশকতার বিষয়ে কোনও তথ্য পুলিশের কাছে নেই। তিনি বলেন, এটা গুজব।
এর আগে বিশেষ গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মায়ানগরী মুম্বইয়ের ওপর হামলা চালাতে পারে খালিস্তানি জঙ্গি সংগঠন। প্রশাসন এই খবর পেতেই মুম্বই শহর জুড়ে জারি করেছে হাই অ্যালার্ট। মুম্বইতে পোস্টেড রয়েছেন এমন সমস্ত পুলিশ কর্মীদের যাবতীয় ছুটি ইতিমধ্যেই বাতিল বলে ঘোষণা করে মুম্বই পুলিশ। দিকে দিকে সতর্ক নজরদারি শুরু হয় ভারতের এই মেট্রো শহরে।
উল্লেখ্য, গোয়েন্দা সূত্রে মুম্বই পুলিশের কাছে খবর রয়েছে যে, বেশ কয়েকজন খালিস্তানি জঙ্গি মুম্বই শহরে হামলা চালাতে পারে। আর সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বরর বর্ষবরণের দিন মুম্বই পুলিশ কর্মীদের সাপ্তাহিক ছুটি বা যে কোনও ধরনের বিশেষ ছুটি বাতিল করা হয়েছে। এই ঘোষণা করেছে মুম্বই পুলিশ। এদিকে, মুম্বই রেলওয়ের পুলিশ কমিশনার কাসির খালিদ জানিয়েছেন, মুম্বইতে অ্যালার্ট জারি হওয়ায় শহরের বড় স্টেশনগুলিতে আগামীকাল ৩ হাজার জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে। মুম্বই, দাদর , বান্দ্রা , চার্চগেট, সিএসএমটি,কুরলা সহ বাকি স্টেশনগুলিতে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে মায়ানগরী মুম্বইতে করোনার থাবা ক্রমাগত আতঙ্কের সৃষ্টি করেছে। ক্রমেই সেই শহরে বাড়ছে করোনার দানবীয় সংক্রমণ। এরমধ্যে রাত পোহালেই বর্ষবরণের উৎসব কার্যত শহরের দিকে দিকে শুরু হবে। এই পরিস্থিতির মাঝে নিরাপত্তা বেষ্টনীকে জোরদার রাখা কার্যত মুম্বই পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বই শহরের বুকে ২৬/১১ এর নারকীয় হামলার স্মৃতি এখনও অমলিন। পাকিস্তানি জঙ্গিদের সেই হামলায় শতাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। শহিদ হয়েছিলেন বহু পুলিশ কর্মী। সেই করুণ ঘটনা আজও ভোলেনি মুম্বই। এরপর নতুন করে এদিন জারি হওয়া অ্যালার্টে ফের জোরদার নিরাপত্তার প্রস্তুতিতে শহর মুম্বই।