বাংলা নিউজ > ঘরে বাইরে > Baba Siddique Murder: বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার চক্রী, এখনও বেপাত্তা পুলিশের চোখে 'পেপার স্প্রে' করে পালানো আততায়ী

Baba Siddique Murder: বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার চক্রী, এখনও বেপাত্তা পুলিশের চোখে 'পেপার স্প্রে' করে পালানো আততায়ী

বাবা সিদ্দিকি (ফাইল ছবি)

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, গুরমেল সিং এবং ধর্মরাজ কাশ্যপই বাবা সিদ্দিকিকে গুলি করবে। কিন্তু, শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় কিছু বদল আনা হয়। ঠিক করা হয়, গুরমেল সিং এবং ধর্মরাজ কাশ্যপ নয়, বাবা সিদ্দিকিকে গুলি করবে শিবকুমার গৌতম। আর বাকি দু'জন তাকে সাহায্য করবে পালাতে।

এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে পাকড়াও করল মুম্বই পুলিশ। রবিবার পুলিশের তরফ থেকে জানানো হয়, ওই ব্যক্তিকে পুণে থেকে গ্রেফতার করা হয়েছে। ফলে এই ঘটনায় সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল তিন।

বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার অন্যতম চক্রী:

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ধৃত তৃতীয় ব্যক্তির নাম প্রবীণ লোঙ্কার। তবে, প্রবীণ নিজে হাতে গুলি চালিয়ে বাবা সিদ্দিকিকে খুন করেছে, এমনটা নয়।

পুলিশের দাবি, যারা বাবা সিদ্দিকিকে খুনের চক্রান্ত করেছিল, তাদের মধ্যে অন্যতম হল এই প্রবীণ। সেই হিসাবে তাকে এই ঘটনার অন্যতম চক্রী বলা যায়। প্রবীণ এবং তার সঙ্গে আরও কয়েকজন বাবা সিদ্দিকিকে খুন করার চক্রান্ত করেছিল বলে অভিযোগ। তারাই বাবা সিদ্দিকিকে মারতে তিন বন্দুকবাজকে নিয়োগ করেছিল।

ধৃত দুই বন্দুকবাজের পুলিশ হেফাজত:

অন্যদিকে, যে তিন যুবকের বিরুদ্ধে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে, তাদের মধ্যে দু'জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতেরা হল গুরমেল সিং এবং ধর্মরাজ কাশ্যপ।

ধৃত এই দুই যুবককে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। আদালত দুই অভিযুক্তকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করেছে। এই ঘটনায় আরও এক আততায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শিবকুমার গৌতম নামে ওই যুবক ঘটনার পর থেকেই বেপাত্তা।

প্রাথমিক জেরায় গুরমেল এবং ধর্মরাজ পুলিশকে জানিয়েছে, বাবা সিদ্দিকিকে কে বা কারা খুনের পরিকল্পনা করেছে, তা তাদের জানা নেই। কারণ, যারা তাদের এই 'কাজের বরাত' দিয়েছিল, তারা সরাসরি কেবলমাত্র শিবকুমারের সঙ্গেই যোগাযোগ করত।

শেষ মুহূর্তে বদলে যায় হামলার ছক:

তদন্তের কাজ যেটুকু এগিয়েছে, তাতে পুলিশ জানতে পেরেছে, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, গুরমেল সিং এবং ধর্মরাজ কাশ্যপই বাবা সিদ্দিকিকে গুলি করবে। কিন্তু, শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় কিছু বদল আনা হয়। কারণ, বাবা সিদ্দিকিকে ঘিরে বহু মানুষের জমায়েত হয়েছিল। সেই জমায়েতে পুলিশের সংখ্যাও ছিল অনেক বেশি।

তাই শেষ মুহূর্তে ঠিক করা হয়, গুরমেল সিং এবং ধর্মরাজ কাশ্যপ নয়, বাবা সিদ্দিকিকে গুলি করবে শিবকুমার গৌতম। আর বাকি দু'জন তাকে সাহায্য করবে পালাতে। প্রয়োজনে পালানোর সুবিধা করে দিতে বাকি দুই বন্দুকবাজকেও শূন্যে গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে মোট ছ'রাউন্ড গুলি ছুড়েছিল শিবকুমার। তার মধ্যে দু'টি গুলি বাবা সিদ্দিকির শরীরে লাগে। ঘটনার পর তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন এবং জানান, বাবা সিদ্দিকির বুকে দু'টি গুলি লেগেছিল।

নিরাপত্তাকর্মীর চোখে 'পেপার স্প্রে' ছুড়ে পালায় তিন আততায়ী:

বাবা সিদ্দিকিকে খুনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল তাঁর নিরাপত্তা নিয়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবা সিদ্দিকিকে খুব বেশি হলে ৩ ফুট দূরত্ব থেকে গুলি করা হয়।

ঘটনার সময় বাবা সিদ্দিকির সঙ্গে ছিলেন মাত্র একজন নিরাপত্তাকর্মী। কোনও কারণে অন্যজন সেদিন আগেভাগেই (শনিবার বিকেলে) ডিউটি শেষ করে চলে গিয়েছিলেন। অভিযোগ ছিল, বাবা সিদ্দিকিকে যখন গুলি করা হয়, তখন তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মী তাঁকে বাঁচানোর কোনও চেষ্টাই করেননি।

কিন্তু, পরবর্তীতে জানা যায়, হামলাকারীরা সঙ্গে আগ্নেয়াস্ত্র ছাড়াও আর একটি 'অস্ত্র' এনেছিল। তাদের সঙ্গে ছিল, পেপার স্প্রে। বাবা সিদ্দিকিকে গুলি করার আগেই তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীর চোখে ওই পেপার স্প্রে দিয়ে হামলা করা হয়। ফলে, হামলাকারীদের আটকানোর কোনও সুযোগই পাননি তিনি।

ডেপুটি পুলিশ কমিশনার (ক্রাইম) দত্তা নালাওয়াড়ে জানিয়েছেন, তিনবারের বিধায়ক তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির নিরাপত্তার জন্য কোনও বিশেষ ব্যবস্থা ছিল না। বস্তুত, বাবা সিদ্দিকি নিজেও কখনও অতিরিক্ত নিরাপত্তা চাননি, বা তাঁর প্রাণ সংশয় রয়েছে বলে কোনও অভিযোগ করেননি।

তাই, সাধারণ নিয়ম মেনেই তাঁর জন্য মোট তিনজন পুলিশকর্মীকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছিল। এঁদের মধ্যে দু'জন দিনের বেলা তাঁর সঙ্গে থাকতেন। আর তৃতীয় জনের ডিউটি থাকত রাতে।

 

 

 

পরবর্তী খবর

Latest News

শুধু ওয়াইড ১৬টি, দু’বার জীবনদান লাথামকে! কিউয়িদের বিরুদ্ধে ‘কমেডি’ পাকিস্তানের যাঁর জন্য তাঁকে দলের বাইরে বসতে হয়েছে, তাঁকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাইছেন ঋদ্ধি! আগামিকাল রবিবার কি আরাম করে কাটাবেন? নাকি চাপ থাকবে? জানুন ১৬ ফেব্রুয়ারির রাশিফল ‘সন্তান-পরিবার এগুলোয় বিশ্বাস…’! অন্তঃসত্ত্বা পিয়া,বাবা হওয়া নিয়ে কী বলল পরমব্রত ছাব্বিশের ভোটের আগে তফসিলিদের নিশানা করা হচ্ছে, দুর্নীতিতে জড়িয়ে জবাব শ্যামলের মিনি ডার্বি দলের কাছে মর্যাদার লড়াই- সুপার সিক্সের আশা আলু ক্ষেতে ঢুকে পড়ল বুনো হাতি, মারাত্মক জখম হলেন দুই কৃষক, ঘটনাস্থলে বন দফতর স্ত্রীর নাম লক্ষ্মী! প্রেম দিবসে বউকে কোটি টাকার উপহার দোকানের কর্মচারীর আইয়ুবের চোট, স্পিনারের অভাব! বাবর-শাহিনদের অফ ফর্মের পরেও কি ফেভারিট পাকিস্তান? পুরো বিদ্যুৎ দেব, কিন্তু ডিসকাউন্ট চেয়ে হাত পাতবেন না, বাংলাদেশকে বার্তা আদানির

IPL 2025 News in Bangla

Hundred-এ IPL-র মালিকরা! ভারতীয় ক্রিকেটাররা অন্য লিগ খেলবে? কী হবে পাক তারকাদের? কোহলিই ছিলেন নেতৃত্বের বিকল্প: পন্ত-শ্রেয়স-রাহুলকে কেন কেনেনি RCB? সামনে এল কারণ জিও, স্টার মেলায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল পাবে IPL চ্যাম্পিয়নদের সমান অর্থ, প্রাইজ মানি জানাল ICC অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.