বাংলা নিউজ > ঘরে বাইরে > রাস্তা নোংরা করার শাস্তি, গৃহস্থের দোরগোড়ায় জঞ্জাল ফেলে ‘শিক্ষা’ দিল পুরসভা

রাস্তা নোংরা করার শাস্তি, গৃহস্থের দোরগোড়ায় জঞ্জাল ফেলে ‘শিক্ষা’ দিল পুরসভা

রাস্তায় আবর্জনা ফেলার শাস্তি হিসেবে অবাধ্য বাসিন্দাদের দোরগোড়ায় এবার জঞ্জাল ফেলে গেলেন পুরকর্মীরাই।

এলাকার বাসিন্দাদের রাস্তায় আবর্জনা ফেলার বদভ্যাস কিছুতে পালটাতে না পেরে মোক্ষম দাওয়াই দিল পুরসভা।

রাস্তায় আবর্জনা ফেলার বদভ্যাস কিছুতে পালটাতে না পেরে মোক্ষম দাওয়াই দিল পুরসভা। অবাধ্য বাসিন্দাদের দোরগোড়ায় এবার জঞ্জাল ফেলে গেলেন পুরকর্মীরাই।

গত বৃহস্পতিবার সকালে কাকিনাড়া শহরের এক বাড়ির সামলে স্তূপীকৃত আবর্জনা ফেলে যায় পুরসভার গাড়ি। জানা গিয়েছে, খোদ কাকিনাড়া পুর নিগম কমিশনার স্বপ্নিল দিনকর পুন্ডকরের নির্দেশেই এই কাজ করা হয়েছে। জঞ্জালের বিন ছেড়ে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস বন্ধ করার জন্য এই শিক্ষার ব্যবস্থা করেন কমিশনার।

অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাকিনাড়ায় কয়েকটি অঞ্চলে কমিশনারের সাম্প্রতিক সফরের একটি ভিডিয়ো আত্মপ্রকাশ করেছে, যেখানে তাঁকে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। 

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়ির সামনে জঞ্জালের স্তূপ জমে থাকতে দেখে ওই পরিবারের মহিলাদের সঙ্গে কমিশনারের কথা কাটাকাটি হয়। তারই জেরে এক সাফাইকর্মীকে একবাক্স আবর্জনা এনে ওই বাড়ির সামনে ফেলতে নির্দেশ দেন কমিশনার। 

এর পরই তিনি মহিলাদের সতর্ক করেন, ‘কেমন দেখতে লাগছে এই জঞ্জাল? এর পর রাস্তায় আবর্জনা ফেললে আমরা জরিমানা করব।’

মহিলারা তাঁকে আশ্বস্ত করেন, এবার থেকে জঞ্জালের বিনেই তাঁরা আবর্জনা ফেলবেন।

ঘরে বাইরে খবর

Latest News

কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.