হায়দরাবাদে মিমের কর্পোরেটরের কার্যালয়ের ভেতরেই এক ছাত্রকে ছুরি মেরে খুন করার অভিযোগ। তিনি মিম নেতা আজম শরিফের আত্মীয় বলে জানা গিয়েছে। ২২ বছর বয়সী ওই তরুণ অফিসের মধ্য়েই বসেছিলেন। সেই সময় তাকে ছুরি দিয়ে খুন করা হয়। তবে খুনের প্রকৃত কারণ জানা যায়নি। মনে করা হচ্ছে পুরানো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা।
সূত্রের খবর, অন্তত ৬জন আততায়ী ঘিরে ফেলেছিল ওই ছাত্রকে। সে তখন ওই অফিসেই বসেছিলেন। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের ললিতা বাগ কর্পোরেটরের অফিসে বসেছিলেন ওই তরুণ। তখনই হামলা। ভবানী নগর থানা এলাকায় এই ঘটনা।মুরতুজা আনাস নামে ওই তরুণের উপরে আচমকাই হামলা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে মৃত্যু হয়েছে তার।
এদিকে মিম নেতা আজম শরিফের আত্মীয়ের উপর কেন এই হামলা তা নিয়ে পুলিশ তদন্ত করছে।পুলিশ জানিয়েছেন, একের পর এক ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ওই তরুণকে। সে তখন কর্পোরেটরের অফিসে বসেছিল। এদিকে দিনের আলোয় এই ভয়াবহ হত্য়াকাণ্ডের জেরে শিউরে উঠেছেন স্থানীয়রা।
ঘটনার পরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়়ায়। বাসিন্দারা যে যার মতো করে লুকিয়ে পড়েন। দোকানদাররাও সাটার বন্ধ করে লুকিয়ে পড়েন। ভয়াবহ পরিস্থিতি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে পালিয়ে গিয়েছে আততায়ীরা।
পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু যেভাবে নৃশংস এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক হত্যা নাকি ব্যক্তিগত শত্রুতা তা নিয়ে প্রশ্ন উঠছে।