বাংলা নিউজ > ঘরে বাইরে > Murder in Minister's House: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, অভিযুক্ত মন্ত্রীপুত্র

Murder in Minister's House: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, অভিযুক্ত মন্ত্রীপুত্র

কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর

ঘটনাটি আজ ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ঘটেছে। উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে কৌশলের বাড়িতে এই খুন হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে। তাদের জেরা করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব।

কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। অভিযোগ, সেই যুবককে গুলি করে খুন করা হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠছে মন্ত্রী কৌশলের ছেলে বিকাশ কিশোরের দিকে। জানা গিয়েছে, ঘটনাটি আজ ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ঘটেছে। উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে কৌশলের বাড়িতে এই খুন হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে। তাদের জেরা করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব।

এদিকে ঘটনার পর মৃত বিনয়ের পরিবারের সদস্যরা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। এক পুলিশ কর্তা ঘটনা প্রসঙ্গে জানান, সকালে এই খুনের খবর জানতে পারার পরই এখানে আসে বিশাল বাহিনী। এখনও প্রচুর সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ঘটার। পশ্চিমাঞ্চলের ডিজিপি রাহুল রাজ এবং এডিসিপি চিরঞ্জীবী নাথ সিনহাও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করেছে। এই পিস্তল দিয়েই বিনয়কে খুন করা হয় বলে অনুমান।

ঘটনা প্রসঙ্গে মন্ত্রী নিজে বলেন, ‘এটা তদন্তের বিষয়। ফরেনসিক দল ও পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। আমরা নিহতদের পরিবারের সদস্যদের সমর্থনে দাঁড়িয়েছি। ঘটনাটি ঘটার সময় বাড়িতে কে ছিলেন তা আমার জানা নেই।’

এদিকে বিনয়ের মৃতদেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটাস্থল থেকে উদ্ধার পিস্তলটিও ফরেন্সিকে পাঠানো হয়েছে। এদিকে উত্তরপ্রদেশে কোনও মন্ত্রীপুত্রর বিরুদ্ধে এর আগেও উঠেছে খুনের অভিযোগ। ২০২১ সালের অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৪ কৃষককে চাপা দিয়ে চলে গিয়েছিল একটি গাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র সেই গাড়িতে ছিল বলে অভিযোগ। সেই ঘটনায় অজয় মিশ্রর ছেলে আশিসকে গ্রেফতারও করা হয়েছিল। সেই মামলা আপাতত আদালতে বিচারাধীন।

 

পরবর্তী খবর

Latest News

শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল অচিরেই থামছে রন্ধনে বন্ধনের সফর, ফিরছে রান্নাঘর! সঞ্চালনায় ফের সুদীপা? নারকো টেস্টে 'না', কাউকে কি বাঁচাচ্ছে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.