একেবারে হাড়হিম করা ঘটনা পঞ্জাবে। সাত বছরের এক শিশু কন্যাকে অপহরণ ও খুন করার অভিযোগ এক সৎমায়ের বিরুদ্ধে উঠেছে। রামপুরা গ্রামের ঘটনা। ওই ছোট্ট শিশুর নাম অভিরাজ জোত কৌর।টিউশন সেরে বাড়ি ফিরছিল ওই কিশোরী। সেই সময়ই তাকে বাইকে করে তুলে নিয়ে যায় কয়েকজন।
এদিকে সেই ঘটনার একটি সিসি ফুটেজ এবার সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ওই সৎমা একটি বালতিতে শিশু কন্যার দেহটি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছেন।
এদিকে এই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সাংবাদিক নিখিল চৌধুরী এনিয়ে একটি ভিডিয়ো টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা বালতিতে করে ভারী কিছু নিয়ে দ্রুত গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছেন।
ঠিক কী হয়েছিল ঘটনাটি?
সূত্রের খবর, গত ১৫ মে ৭ বছরের ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। টিউশন থেকে বাড়ি ফেরার পথে আর ফেরেনি মেয়েটি। বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ চালায় পরিবার। এরপর পুলিশের কাছে যায় তারা।
এরপর পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করে। শেষ পর্যন্ত দেখা যায় ওই কিশোরীকে অপহরণ করা হচ্ছে। এরপর দেখা যায় জ্যোতি নামে এক মহিলা বালতিতে করে শিশুর দেহটি ভরে নিয়ে যাচ্ছে। এরপর গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় সে সেটিকে ছুঁড়ে ফেলে দেয়। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। সূত্রের খবর, ওই বাচ্চাটিকে তার ঠাকুমা খুব ভালোবাসতেন। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতেই শিশুটিকে খুনের চক্রান্ত করেছিল সৎ মা। অভিযোগ এমনটাই। আসলে সৎ মা ওই সাত বছরের শিশুটিকে একেবারে পছন্দ করতেন না।
সিসি ক্যামেরায় দেখা গিয়েছে ওই মহিলা ও তার পুরুষ সঙ্গী শিশুকে অপহরণ করে। কিন্তু কেন তাকে এভাবে খুন করা হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আর কারা যুক্ত সেটাও দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে শিশুটির মাকে ডিভোর্স দিয়ে হরজিৎ কৌর নামে শিশুর বাবা জ্যোতি নামে ওই মহিলাকে বিয়ে করেছিলেন। কিন্তু জ্যোতি একেবারে সহ্য করতে পারত না মেয়েটিকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup