দ্রুত গতিতে কাজ শুরু হয়ে গিয়েছে অযোধ্যার রামমন্দিরে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ১৪ টি দরজা। বিশেষ এক ধরনের মার্বেল দিয়ে চলছে মন্দিরের নানান অংশের কাজ। সেই মার্বেলে চলছে খোদাই। মন্দিরের চৌকাঠও তৈরি হচ্ছে এই মার্বল দিয়ে। আর সেই কাজ করছেন মুসলিম কারিগররা।
নক্সা করা মন্দিরের চৌকাঠ ইতিমধ্যেই রাম মন্দিরের ভিতর রাখার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, এই রামমন্দিরের নক্সা কেমন হবে, কেমন হবে তার কাঠামো তা নিয়ে ১৯৯০ সালেই একটি কার্যশালা তৈরি হয়। স্থানীয় বংশী পাহাড়ের পাথর কেটে এই মন্দিরের নির্মাণ কাজে লাগানো হচ্ছে। মনে করা হচ্ছে, ২০২৪ সালে এই মন্দির পুরোপুরি তৈরি হয়ে যাবে। প্রসঙ্গত, শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই মন্দিরের নির্মাণ করছে। জনসংখ্যায় চিনকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে ভারত! গবেষকের দাবিতে চাঞ্চল্যকর তথ্য
সূত্রের খবর, এই মন্দিরে ৩.৫০ থেকে ৪ লাখ ঘনমিটার ফুটে পাথর লাগানো হবে। দরজাগুলি তৈরি হচ্ছে মার্বেল দিয়ে। জানা গিয়েছে বিশেষ ধরনের এই পাথরের বয়স ২০০০ বছর। সব মিলিয়ে সকলকে নিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যার বুকে শুরু হয়েছে এক কর্মযজ্ঞ। অপেক্ষা ২০২৪ এর।