হালে সোশ্যাল মিডিয়ার দৌলতে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, এক টেলিভিশনের স্টুডিয়োয় গিয়ে মারের মুখে পড়েছেন শোয়েব জামাই। এক মহিলা তাঁকে তেড়ে যাচ্ছেন মারতে। তার পর থেকেই অনেকে আগ্রহী হয়ে পড়েছে, ঘটনাটি কী ঘটেছে, তা জানতে।
তার অবশ্য জেনে নেওয়া যাক, কে এই শোয়েব জামাই এবং কেন তিনি হালে আলোচনায় এসেছেন। এই শোয়েব জামাই ‘ইন্ডিয়া মুসলিম ফাউন্ডেশন’ নামের সংগঠনের চেয়ারম্যান। হালে তিনি আলোচনায় এসেছেন ‘অখণ্ড ভারত’-এর ডাক দিয়ে। তিনি বলেছেন, ভারত-পাকিস্তান-বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষকে এক হয়ে অখণ্ড ভারত তৈরি করতে হবে। তার পরে সেই অখণ্ড ভারত রাষ্ট্র্রের প্রধান হবেন কোনও মুসলমান সম্প্রদায়ের মানুষ। এর পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা বেড়েছে। হালে বেশ কিছু সংবাদমাধ্যমের আলোচনাচক্রেও নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। তার পরেই এই কাণ্ড।
(আর পড়ুন: ট্রেনে-বাসে নয়, প্লেনে চেপেই রোজ অফিস যান এই এলাকার মানুষ! কেমন জীবন কাটান তাঁরা)
যিনি শোয়েব জামাইকে আক্রমণ করেছেন তিনি কে? জানা গিয়েছে, তাঁর নাম সুবুহি খান। নিজেকে সনাতনি মুসলমান বলে পরিচয় দেওয়া সুবুহিও মাঝে মধ্যেই টেলিভিশন শোয়ে আসেন। সেখানে তিনি ধর্মকে সমালোচকের দৃষ্টি থেকে দেখে তাঁর মতামত জানান। রাষ্ট্র জাগরণ অভিযান নামক সংগঠনের জাতীয় আহ্বায়ক তিনি, কবীর ফাউন্ডেশনের নির্মাতাও। এহেন সুবুহির হাতেই আক্রান্ত হয়েছেন শোয়েব। ভিডিয়োয় তেমনই দেখা গিয়েছে।
(আরও পড়ুন: সেক্স টয় নিয়ে আলোচনার জেরে শাস্তি শিক্ষিকাকে, স্কুলের ভূমিকা নিয়ে উঠল বিতর্ক)
কিন্তু কেন তাঁকে তেড়ে গিয়েছেন সুবুহি? এই প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া গেলেও, ভিডিয়ো দেখে আন্দাজ করা যায়, শোয়েব নারীদের সম্পর্কে এমন কোনও কথা বলেছিলেন, যা সুবুহির পছন্দ হয়নি। আর সেই কারণেই এই আক্রমণ। অনুষ্ঠানে দর্শকাসনে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের অনেকেই এই ভিডিয়ো রেকর্ড করেন, আর সেটিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে কেউ কেউ এই ধরনের শোয়ের সমালোচনাও করেছেন। তাঁদের বক্তব্য, যে সময়ে দেশে এমন একটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, সেই সময়ে ধর্ম নিয়ে এমন আলোচনাচক্রই অর্থহীন। সব মিলিয়ে জোরদার বিতর্ক তৈরি হয়েছে এই ভিডিয়ো এবং তার দুই প্রধান চরিত্রকে নিয়ে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup