বাংলা নিউজ > ঘরে বাইরে > ইসলাম ধর্ম গ্রহণের জন্য লোভ দেখানোর অভিযোগ, শিক্ষককে গ্রেফতার করল পুলিশ

ইসলাম ধর্ম গ্রহণের জন্য লোভ দেখানোর অভিযোগ, শিক্ষককে গ্রেফতার করল পুলিশ

শিক্ষককে গ্রেফতার করা হল। প্রতীকী ছবি

ধর্ম বদলে তার নতুন নাম হয় ফাহিম খান। সোশ্য়াল মিডিয়াতেও তিনি নাম বদলে ফেলেন।পরিবারের লোকজনরা তাকে নানাভাবে বোঝান।

ধর্ম বদলের জন্য এক যুবককে প্রলোভন দেখানো ও ব্রেনওয়াশ করার অভিযোগ উঠেছিল ইসলাম ধর্মাবলম্বী এক শিক্ষকের বিরুদ্ধে। এবার তাকে গ্রেফতার করল পুলিশ। ভোপালের খান্দওয়ার ঘটনা।তবে অক্ষয় গৌর নামে ওই যুবক ফের হিন্দু ধর্মে ফেরৎ এসেছেন। তিনিই ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

আমিনুদ্দিন কাদরি নামে ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। খান্দওয়ার পুলিশ সুপার বিবেক সিং জানিয়েছেন, অক্ষয় গৌর একজন সিভিল ইঞ্জিনিয়ার। মাস ছয়েক আগে পার্কে তার সঙ্গে কাদরির দেখা হয়েছিল। তিনি চাকরি পাচ্ছিলেন না বলে আপসেট ছিলেন। এরপর কাদরি তাকে মসজিদে নিয়ে গিয়ে ধর্মান্তিরত হওয়ার পরামর্শ দেন। তিনি জানিয়েছিলেন ধর্ম বদলালে তিনি অনেক কিছু পাবেন।

এরপর ধর্ম বদলে তার নতুন নাম হয় ফাহিম খান। সোশ্য়াল মিডিয়াতেও তিনি নাম বদলে ফেলেন।পরিবারের লোকজনরা তাকে নানাভাবে বোঝান। কিন্তু তিনি বুঝতে চাননি। কিন্তু পরে তিনি দেখেন কাদরি তাকে নানাভাবে বিপথে চালিত করছেন। পরে তিনি ভুল বুঝতে পারেন। এরপরই তিনি হিন্দুধর্মে ফের ফেরৎ আসেন।

তবে কাদরি অবশ্য় অন্য কথা বলছেন। তার দাবি মাঝেমধ্যেই মসজিদে আসত অক্ষয়। হিন্দু ধর্মে সে আস্থা হারিয়েছিল। কেউ তাকে ধর্মান্তকরণে চাপ দেয়নি।

বন্ধ করুন