বাংলা নিউজ > ঘরে বাইরে > Mutual Divorce: ডিভোর্সের আবেদনের জন্য ১ বছর আলাদা থাকতে হবে? বড় রায় আদালতের

Mutual Divorce: ডিভোর্সের আবেদনের জন্য ১ বছর আলাদা থাকতে হবে? বড় রায় আদালতের

মিউচ্যুয়াল ডিভোর্স নিয়ে বড় রায় আদালতের

দুজন খ্রীষ্টান যুবক যুবতী বিয়ে করার কিছুদিনের মধ্য়েই বুঝতে পারেন তাঁদের ভুল হয়ে গিয়েছে। বিবাহ বিচ্ছেদের জন্য তাঁরা পারিবারিক আদালতে আবেদন করেন। কিন্তু সেখান থেকে বলা হয় যে এক বছরের জন্য় তাদের আলাদা থাকতে হবে।

একেবারে তাৎপর্যপূর্ণ রায়।কেরল হাইকোর্ট শুক্রবার ভারতীয় বিবাহ বিচ্ছেদ আইনের ১০এ ধারাকে খারিজ করে দিল। আপোসের মাধ্যমে ডিভোর্সের ক্ষেত্রে আবেদনের জন্য এক বছরের জন্য অপেক্ষা করার সময় ধার্য্য করা ছিল আগে। 

ডিভিশন বেঞ্চের বিচারক এ মহম্মদ মুস্তাক ও শোভা আন্নাম্মা ইয়াপেন জানিয়েছেন, বাধ্যতামূলকভাবে এই ওয়েটিং পিরিয়ডটার জন্য নাগরিকের স্বাধীনতার অধিকারের বিঘ্ন ঘটে।

বিচারকের বেঞ্চ জানিয়েছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে, যখন কারোর ইচ্ছায় কাজ করতে গিয়ে স্বাধীনতাকে বিসর্জন দিতে হয়, এক্ষেত্রে যদি কোনও নিয়ন্ত্রণ না থাকে তবে সেই আইন দাবিয়ে রাখার সমতুল্য হয়ে যায়।

বিচারপতিদের বেঞ্চের তরফে জানানো হয়েছে, নাগরিকদের অধিকারে প্রভাব পড়ার জেরেই এই আইনের ধারাকে খারিজ করা হচ্ছে।

আদালতের তরফে জানানো হয়েছে. কমপক্ষে এক বছর আলাদা থাকতে হবে এই বাধ্যতামূলক আইন সেকশন ১০এ অনুসারে মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে। তার জেরে এই আইনকে খারিজ করা হয়েছে।

বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, যদিও ওই আইনের হয়তো ভালো অভিপ্রায় ছিল, এক বছরের সময় বেঁধে দেওয়া হয়েছিল আপোসে বিবাহ বিচ্ছেদের আবেদন করার জন্য়, কিন্তু এতে দম্পতি এই একবছরের সময়কালে সমস্যায় পড়তে পারেন। এর মাধ্যমে তাঁদের ন্য়ায় বিচার পাওয়ার অধিকার লঙ্ঘিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আদালতের পর্যবেক্ষণ ওই একবছরের সময়কালে তাঁরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। এর জেরে তাঁদের অধিকার লঙ্ঘিত হতে পারে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্য়ান রাইটস অনুসারে বলা হয়েছে, মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তা থেকে ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলেরই রয়েছে। 

আসলে দুজন খ্রীষ্টান যুবক যুবতী বিয়ে করার কিছুদিনের মধ্য়েই বুঝতে পারেন তাঁদের ভুল হয়ে গিয়েছে। বিবাহ বিচ্ছেদের জন্য তাঁরা পারিবারিক আদালতে আবেদন করেন। কিন্তু সেখান থেকে বলা হয় যে এক বছরের জন্য় তাদের আলাদা থাকতে হবে। তারপর ডিভোর্সের আবেদন করা যাবে। এরপরই ১০এ অ্য়াক্টকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করার দাবি জানিয়ে হাইকোর্টে আপিল করেন তাঁরা। 

এরপরই আদালত ১০এ ধারাকে খারিজ করার নির্দেশ দেয়।

বন্ধ করুন