বাংলা নিউজ > ঘরে বাইরে > রাস্তা তৈরির জন্য আমার শ্বশুড়বাড়িও ভাঙা পড়েছিল, কেন একথা কেন্দ্রীয় মন্ত্রীর?

রাস্তা তৈরির জন্য আমার শ্বশুড়বাড়িও ভাঙা পড়েছিল, কেন একথা কেন্দ্রীয় মন্ত্রীর?

বক্তব্য রাখছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি (ANI Photo)

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘আগামী ২ বছরের মধ্যেই দিল্লি কাটরা এক্সেপ্রেসওয়ে চালু হবে।

'রাস্তা তৈরির জন্য আমার শ্বশুরবাড়িও ভাঙা পড়েছিল। এটাই হওয়া উচিৎ।' উন্নয়নের পথে নেতৃত্বের বাধা হয়ে দাঁড়ানো উচিৎ নয়। দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার পর্যালোচনা শেষে একথাই জানালেন সড়ক ও পরিবহণ দফতরের কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। সূত্রের খবর দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাতের মধ্যে যোগসূত্র স্থাপন করবে। সংবাদ মাধ্যমের কাছে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘আগামী ২ বছরের মধ্যেই দিল্লি কাটরা এক্সেপ্রেসওয়ে চালু হবে। চালু হওয়ার পর কাটরা থেকে দিল্লি যেতে মাত্র ৬ ঘণ্টা সময় লাগবে। দিল্লি দেরাদুন, দিল্লি চন্ডীগড় ও দিল্লি হরিদ্বার নতুন রাস্তা তৈরির ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে।’

এরপরই দেশের উন্নতিতে নেতৃত্বের কীভাবে এগিয়ে আসা উচিৎ সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘অনেক বছর আগে একটি রাস্তা তৈরির জন্য আমার শ্বশুরবাড়ি ভাঙা হয়েছিল। তবে ভাঙার আগে আমি এব্যাপারে আমার স্ত্রীকে কিছুই জানাইনি। এটাই হওয়া উচিৎ। উন্নয়নের পথে নেতৃত্বের বাধা হয়ে ওঠা উচিৎ নয়।’ এদিকে প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দিল্লি- মুম্বই এক্সপ্রেসওয়ে বিশ্বের দীর্ঘতম রাস্তা। এই এক্সপ্রেসওয়ে দিয়ে দিল্লি থেকে মুম্বই ১১ ঘণ্টায় যাওয়া যাবে। এই এক্সপ্রেসওয়েতে হেলিকপ্টার অ্য়াম্বুল্যান্সও থাকবে। এই রাস্তার মাধ্যমে রাজধানীতে বায়ুদুষণও কমবে।’ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।  

 

বন্ধ করুন