বাংলা নিউজ > ঘরে বাইরে > Joe Biden on Relation With India: 'আমার সঙ্গে ভালো সম্পর্ক', ফের ভারতে পা রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

Joe Biden on Relation With India: 'আমার সঙ্গে ভালো সম্পর্ক', ফের ভারতে পা রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  (AP)

ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে 'চিড়' ধরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস একদিন আগেই জানিয়েছিলেন যে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্ক অটুট রয়েছে।

ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। শুক্রবার এই কথা বলেই ফের একবার ভারত সফরে আসার আগ্রহ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতরাতে তিনি বলেন, 'আমি দুবার ভারতে গিয়েছি এবং আবারও সেই দেশে ফিরে যাব। ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।' প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে 'চিড়' ধরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস একদিন আগেই জানিয়েছিলেন যে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্ক অটুট রয়েছে। সেই মন্তব্যের পরই জো বাইডেনও নিজের ভারত প্রীতির কথা জানিয়ে দেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের আবহে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা তো কমায়নি বরং ডিসকাউন্টে আরও বেশি পরিমাণ তেল রাশিয়া থেকে আমদানি করতে শুরু করেছে ভারত। এর আগে নেড প্রাইস ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে বৃহস্পতিবার বলেছিলেন, 'কয়েক দশকে গড়ে উঠেছে মস্কো ও নয়াদিল্লির সম্পর্ক। তবে এই সবের মাঝে আমরা আমাদের ভারতীয় পার্টনারদের জানিয়েছি যে আমরা তাদের পাশে আছি। এই পুরো প্রক্রিয়া ধীর গতিতে এগোতে থাকবে।'

প্রসঙ্গত, এর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল আমদানি না করে। তবে ভারত নিজেদের স্বার্থের কথা ভেবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে অনড় অবস্থান গ্রহণ করে। সেই সময় আমেরিকার তরফে আধিকারিকদের পাঠানো হয়েছিল ভারতের সঙ্গে কথা বলার জন্য। তবে তাতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হতে দেয়নি নয়াদি

বন্ধ করুন