জেরোধার সহ প্রতিষ্ঠাতার সঙ্গে পডকাস্ট। সেখানে মোদী তাঁর জীবনের অনেক অজানা দিককে তুলে ধরেছেন। মোদী সেখানেই বলেছেন, তৃতীয় পর্বে আমার ভাবনার অনেক বদল হয়েছে। মূলত দৃষ্টিভঙ্গি ও সুযোগের ক্ষেত্রে।
প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন সেই প্রসঙ্গের উল্লেখ করে মোদী বলেন, প্রথম টার্মে আমি দিল্লিকে বোঝার চেষ্টা করছিলাম। আগের রেফারেন্সের ভিত্তিতে আমার ভাবনাচিন্তাটা একটা আকার পেত।
তবে তৃতীয় পর্যায়ে আমার চিন্তাভাবনার স্তরটা বদলে গিয়েছে। এখন আমি আরও সাহসী। এখন দেশকে ঘিরে আমার স্বপ্ন আরও প্রসারিত হয়েছে।
২০৪৭ এর ভিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিকশিত ভারতের প্রসঙ্গ। তিনি বলেন, এটা শুধু কোনও বক্তব্য নয়, এটা আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা। সাধারণ যে সুযোগ সুবিধা যেমন শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জল। এটা আমাদের কাছে অগ্রাধিকার। এটাই সত্যিকারের সামাজিক সমতা ও ধর্মনিরপেক্ষতা। তিনি বলেন, আমার তৃতীয় পর্যায়টা আগের দুটি পর্যায় থেকে একেবারে আলাদা। একটা সাহসি স্বপ্নের দিকে আমার এগিয়েছি।
তিনি বলেন দক্ষ ও উৎসর্গীকৃত মানুষদের রাজনীতিতে নামা দরকার। একজন রাজনীতিবিদের সবথেকে বড় কাজ হল মানুষের হৃদয়কে জয় করা। ভালো মানুষদের রাজনীতিতে আসা দরকার। একটা মিশন নিয়ে আসা দরকার। কোনও উচ্চকাঙ্খা নিয়ে নয়। উচ্চাকাঙ্খার তুলনায় মিশনের উপর জোর দেওয়া দরকার।