পরনে সাদা পোশাক। মাঝ রাত হলেই বিভিন্ন বাড়িতে গিয়ে বাজাচ্ছেন বেল অথবা দরজায় কড়া নাড়াচ্ছেন এক মহিলা। এমনকী, ষাঁড় ও অন্যান্য পশুরাও পালিয়ে যাচ্ছে মহিলাকে দেখে। সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। কার্যত ভূতুড়ে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। রাত হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। কে ওই মহিলা? কী তাঁর উদ্দেশ্যে? কেন তিনি মাঝরাতে এই কাজ করছেন? তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুন: দশ বছর আগে খুন হয়েছিলেন স্বামী, কুলতলি রহস্যমৃত্যু প্রৌঢ়ার
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, রহস্যময়ী এই মহিলার ঘরের দরজায় গিয়ে কলিং বেল বাজানোর দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন স্থানীয়দের মধ্যে ওই মহিলাকে নিয়ে গুজব তৈরি হয়েছে। জানা যাচ্ছে, এমন ঘটনায় আতঙ্কে কার্যত ঘুম হারাম হয়ে গিয়েছে এলাকার বহু মানুষের। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি জানতে পেরেছে। তারপরেই রহস্য উন্মোচনে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই মহিলা মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে ঘরের দরজায় কড়া নাড়াচ্ছেন অথবা কলিং বেল বাজাচ্ছেন। ভাইরাল ভিডিয়োটি গোয়ালিয়রের রাজা কি মান্ডি এলাকার বলে জানা গিয়েছে। ভিডিয়োয় মহিলার মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। তবে ভিডিয়োটি ১৯ মার্চের রাতের বলে মনে করা হচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা জানান, দরজার বেল বাজতে থাকায় তাঁরা ভিতর থেকে ডাক দেন। কিন্তু, কোনও সাড়া পাওয়া যায়নি। এর পর মহিলা আবার অন্য বাড়িতে চলে যান। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, একটি ষাঁড় মহিলাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তা দেখেই স্থানীয়দের মধ্যেও আরও আতঙ্ক তৈরি হয়েছে। মহিলার হাতে কিছু না থাকা সত্ত্বেও পশুরা কেন তাঁকে দেখে পালিয়ে যাচ্ছে? সেই প্রশ্ন উঠেছে।
এই ভিডিয়ো পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নিরঞ্জন শর্মা। তিনি জানান, এবিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। রাতের বেলায় পুলিশকে ক্রমাগত টহলদারি করে বেড়াতে বলা হয়েছে। একইসঙ্গে মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।