বাংলা নিউজ > ঘরে বাইরে > মোহনবাগানকে হারিয়েছিলেন, সাংবাদিকতাও করেছেন, তিনিই মণিপুরের CM, নিলেন শপথ

মোহনবাগানকে হারিয়েছিলেন, সাংবাদিকতাও করেছেন, তিনিই মণিপুরের CM, নিলেন শপথ

মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল। ANI Photo) (ANI)

২০০২ সালে বীরেন সিং যোগ দিয়েছিলেন ডেমোক্র্যাটিক রেভলিউশনারি পিপলস পার্টিতে। সেবার তিনি জিতেছিলেন। ২০০৭ সালে তিনি কংগ্রেসের টিকিটে ওই আসন থেকেই জেতেন।

যাবতীয় জল্পনার অবসান। মণিপুরের মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসলেন এন বীরেন সিং। সোমবার ইম্ফলের রাজভবনের সুসজ্জিত লনে শপথবাক্য পাঠ করেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এনিয়ে পঞ্চমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন এন বীরেন সিং। প্রায় ১৭ হাজার ভোটে তিনি এবার কংগ্রেস প্রার্থী পি শরৎচন্দ্রকে পরাজিত করেছেন। অন্যান্য পাঁচজন বিধায়ক এদিন মন্ত্রিসভার প্রতিনিধি হিসাবে শপথবাক্য পাঠ করেছেন। তার মধ্যে চারজন বিজেপির বিধায়ক ও একজন নাগা পিপলস ফ্রন্টের বিধায়ক রয়েছেন।

রাজনীতিতে আসার আগে তিনি ফুটবল খেলতেন। সীমান্তরক্ষী বাহিনীর হয়ে ডুরান্ড কাপেও খেলেছেন তিনি। ১৯৮১ সালে তাঁর টিমই হারিয়েছিল মোহনবাগানকে। সেই বীরেন সিংই এখন মণিপুরের মুখ্যমন্ত্রী। ৬১ বছর বয়সী বীরেন সিং একটা সময় সাংবাদিকতাও করেছেন।

পাঁচ বিধায়কদের মধ্যে টিএইচ বিশ্বজিৎ, ইয়ামনাম খেমচাঁদ, গোবিন্দদাস কোনথুজাম, নেমচা কিপগেন ও এনপিএফের ওয়াংবো নেওমাই রয়েছেন। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব দেব, নাগাল্যান্ডের উপমুখ্য়মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওকরাম ইবোবি সিং সহ অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন। তবে তিন দশকের মধ্যে এই প্রথম ইম্ফলে রাজভবনের লনে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান।

এদিকে ২০০২ সালে বীরেন সিং যোগ দিয়েছিলেন ডেমোক্র্যাটিক রেভলিউশনারি পিপলস পার্টিতে। সেবার তিনি জিতেছিলেন। ২০০৭ সালে তিনি কংগ্রেসের টিকিটে ওই আসন থেকেই জেতেন। ২০১২ সালে কংগ্রেস শাসিত মণিপুরে তিনি ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন। ২০১৬ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। আর এবার একেবারে মুখ্যমন্ত্রী।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

নিজেদের পাতা ফাঁদেই পা! মুলতান টেস্টে ইনিংস হারের মুখে পাকিস্তান…পিচ নিয়ে বিতর্ক কন্যা পুজোয় ভুলেও কন্যাদের দেবেন না এই জিনিস, নাহলে মা’র রোষে মিলবে না পুজোর ফল ‘‌নিরাপত্তার কাজ কতদূর এগোলো?‌’‌ মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানতে চাইলেন ডাক্তাররা লাওসের মঞ্চে 'রামলীলা' দেখলেন মোদী, বৌদ্ধ সন্ন্যাসীদের কাছ থেকে নিলেন আশীর্বাদ একমাত্র বিনিয়োগে দেখেছিলেন লোকসান! কোন ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রতন টাটা? মান্যতাকে বিয়ের ১৬ বছর পর ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, পাত্রী কে? ‘‌শুদ্ধিকরণ হলে সর্বত্র হোক’‌, ডাক্তারদের গোপন কীর্তি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ ‘বন্ধু চল বলটা দে,রাখব হাত তোর কাঁধে…’ফেডেরারের পথে হেঁটে টেনিসকে বিদায় নাদালের… অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার স্নিগ্ধা, হাত ধরে বসে ‘ভালোবাসার মানুষ' দেবাশিস কোথাও সাবেকিয়ানা, কোথাও থিমের কারিগরি:দেখুন দক্ষিণ কলকাতার বিখ্যাত মণ্ডপ-মূর্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.