আরবসাগরের তীরবর্তী রাজ্যে গোয়ায় গিয়েই বিজেপিকে বার্তা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আজ, শুক্রবার তাঁর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি। এই ঘটনা শুধু বিজেপিকে নয় কংগ্রেসকেও বার্তা দেওয়া হল বলে মনে করা হচ্ছে। কারণ বিজেপি যেমন কটাক্ষ করেছিল, তেমন কটাক্ষ করেছিলেন কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও। এই যোগদান পর্বে হাজির ছিলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য ডেরেক ও’ব্রায়েন।
আজ এই যোগদান হওয়ায় তৃণমূল কংগ্রেস যে গোয়ায় আর প্রান্তিক শক্তি রইল না তা প্রমাণ হয়ে গেল। এখানে আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন। সেখানে জাতীয় স্তরের সাঁতারু তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা আলির যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নাফিসাই ২০০৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। এমনকী পরাজিতও হয়েছিলেন।
তিনি সমাজবাদী পার্টির প্রার্থী হয়েও পরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তেমন কোনও দাগ কাটতে পারেননি। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান বলে জানিয়েছিলেন। গোয়ায় সংগঠন তৈরি করতে চান নাফিসা। তাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যোগ দিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে তিনি ফের কংগ্রেসে ফিরে আসেন। কিন্তু সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন নাফিসা আলি। আজ তাঁর যোগদানের মধ্যে দিয়েই গোয়া সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ভাঙল কংগ্রেস শিবির।