বাংলা নিউজ > ঘরে বাইরে > Naked Foreigner runs on Gurugram Road: উলঙ্গ হয়ে গুরুগ্রামের রাস্তায় দৌড় বিদেশি যুবকের! দৃশ্য দেখতে থমকে গেল যান চলাচল

Naked Foreigner runs on Gurugram Road: উলঙ্গ হয়ে গুরুগ্রামের রাস্তায় দৌড় বিদেশি যুবকের! দৃশ্য দেখতে থমকে গেল যান চলাচল

উলঙ্গ হয়ে গুরুগ্রামের রাস্তায় দৌড় বিদেশি যুবকের! দৃশ্য দেখতে থমকে গেল যান চলাচল (HT_PRINT)

নগ্ন হয়ে রাস্তায় দৌড়ানোর জন্য এক বিদেশি নাগরিককে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে নাইজেরিয়ার নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে ১০ নম্বর সেক্টরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নগ্ন হয়ে রাস্তায় দৌড়ানোর জন্য এক বিদেশি নাগরিককে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে নাইজেরিয়ার নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে ১০ নম্বর সেক্টরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাদশাপুর থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর মদন লাল বলেন, 'আটক ব্যক্তির মানসিক অবস্থা স্থিতিশীল থাকলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।' (আরও পড়ুন: মায়ের মাথা কেটে দু'মাস ধরে আলমারিতে রাখল মেয়ে, কাটা হাত-পা রাখা জলের ট্যাঙ্কে)

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই ব্যক্তিকে ৬৯ নম্বর সেক্টরের টিউলিপ চকের কাছে রাস্তার মাঝখানে নগ্ন অবস্থায় দৌড়াতে দেখা যায়। এই কাণ্ড দেখে যান চলাচল বন্ধ হয়ে যায় সেই রাস্তায়। ব্যস্ত সময়ে সেই যুবককে দেখতে রাস্তায় ভিড় জমে যায় রাস্তায়। ট্রাফিক সামলাতে নাজেহাল অবস্থায় পড়তে হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সেই ব্যক্তি একটি গ্রামের দিকে দৌড়ে পালাতে যায়। পরে সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে একটি গাছের সাথে বেঁধে রাখে।

আরও পড়ুন: বয়সের 'অলিখিত নিয়ম' মেনে মোদীকে ছাড়াই ২০২৪-এ লড়বে BJP? কার্টুনে মিলল ইঙ্গিত

এদিকে পুলিশের অনুমান, আটক যুবকটি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। সে বিষয়ে নিশ্চিত হতেই তাঁকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, পরবর্তী পদক্ষেপ করার আগে সেই যুবকের মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছে তারা। পুলিশ জানিয়েছে, যুবকটি মানসিক ভাবে সুস্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্ধ করুন