নগ্ন হয়ে লোকাল ট্রেনে উঠে পড়লেন এক ব্যক্তি! তাও আবার মহিলা কামরায়! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। যা দেখে যাত্রীদের অনেকেই প্রথমে ভ্য়াবাচাকা খেয়ে গেলেও পরে তা বদলে যায় রাগ ও আতঙ্কে! এদিকে, সেই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, সোমবার বিকেল চারটে নাগাদ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে কল্য়াণ স্টেশনের পথে যাচ্ছিল এসি লোকাল। সেই সময়েই ট্রেনের মহিলা কামরায় উঠে গেটের সামনেই দাঁড়িয়ে পড়েন এক ব্যক্তি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তাঁর পরনে একটি সুতোও ছিল না।
সঙ্গে-সঙ্গে মহিলা যাত্রীরা ট্রেনের ভিতর চেঁচামিচি শুরু করে দেন। কয়েক মুহূর্ত পরই রেলের এক কর্মী (টিকিট চেকার - টিসি) সেখানে পৌঁছন এবং কার্যত ধাক্কা মেরে ওই ব্যক্তিকে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামিয়ে দেন।
পরে রেলের তরফেও এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়। তাদের দাবি, ওই ব্যক্তি আদতে মানসিক ভারসাম্যহীন এবং তিনি 'ভুল করে' মহিলা কামরায় উঠে পড়েছিলেন।
রেলের তরফে নির্দিষ্টভাবে জানানো হয়েছে, সোমবার (১৬ ডিসেম্বর, ২০২৪) বিকেল ৪টে বেজে ১১ মিনিটে অনভিপ্রেত এই ঘটনাটি ঘটে। টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ট্রেন যখন ঘাটকোপার স্টেশনে ঢোকে, তখনই ঘটে এই কাণ্ড।
প্রথমে ট্রেনে সওয়ার মহিলারাই তাঁকে চেঁচিয়ে ট্রেন থেকে নেমে যেতেন বলেন। কিন্তু, 'মানসিকভাবে অসুস্থ' ওই ব্যক্তি তাতে রাজি হননি। এমনকী, রেলের সংশ্লিষ্ট কর্মীও যখন তাঁকে প্রথমে নামতে বলেন, তখনও তিনি তা শুনতে চাননি। এরপর ওই রেলকর্মী একপ্রকার জোর করেই তাঁকে কামরা থেকে নামিয়ে দেন। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন থামিয়ে রাখতে হয়।
এই ঘটনার ৩৩ মিনিটের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খুব সম্ভবত, সেটি ঘটনার সময় ওই কামরায় উপস্থিত কোনও যাত্রীই তাঁর মোবাইলে রেকর্ড করেছেন। তাতে পুরো ঘটনাই রেকর্ড হয়েছে।
ঘটনায় নেটিজেনদের তরফে মূলত দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদলের বক্তব্য হল - কীভাবে নগ্ন এক ব্যক্তি স্টেশন চত্বরে ঢুকলেন এবং ট্রেনের মহিলা কামরায় উঠলেন! তাঁদের আশঙ্কা, যদি গভীর রাতে এই ঘটনা ঘটত এবং কামরায় এক-দুজন মহিলা থাকত, তাহলে কী হত? এভাবেই কি মহিলা যাত্রীদের সুরক্ষা প্রদান করে রেল?
অন্য একদল আবার বলছেন, ওই ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁদের মতে ওই ব্যক্তিকে সাহায্য করা উচিত। যাতে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারেন।
এর প্রেক্ষিতে রেলের তরফে জানানো হয়েছে, তাদের কর্মীরা ওই ব্যক্তি কিছু পোশাক দিয়েছেন পরার জন্য দিয়েছেন। এবং তাঁকে স্টেশনের বাইরে বের করে দেওয়া হয়েছে।