ব্রেক্সিট হয়ে গিয়েছে। এবার ক্যাবিনেট ঢেলে সাজাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অর্থসচিব হিসাবে ঋষি সুনাককে নিযুক্ত করলেন তিনি। ঋষি মাত্র ২০১৫ সালেই প্রথমবার পার্লামেন্টে জিতে আসেন। মাত্র পাঁচ বছরেই পেয়ে গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।
ঋষির আরেকটা পরিচয় হল তিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই। সাজিদ জাভিদের জায়গায় অর্থমন্ত্রী হলেন ঋষি। ব্রিটেনে অর্থসচিবের পদ ভারতের অর্থমন্ত্রীর পদের সমতুল্য। এর আগে ট্রেজারিতে মুখ্য সচিব ছিলেন ৩৯ বছরের ঋষি। বাণিজ্য ও ফিনান্সেে পারদর্শী ঋষির ওপর এখন গুরুদায়িত্ব ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের অর্থনীতির হাল সামলানোর। মার্চে বাজেট পেশের মধ্যে দিয়ে শুরু হবে ঋষির অগ্নিপরীক্ষা।
বাণিজ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অলোক শর্মা। গত ক্যাবিনেটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল একই পদ এবারও পেয়েছেন। এর অর্থ, বরিস জনসন ক্যাবিনেটের তিনটি গুরুত্বপূর্ণ পদ দখল করলেন ভারতীয় বংশোদ্ভূত নেতারা।