বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi in Gujarat: নিজ রাজ্যে পা রেখেই কংগ্রেসিদের গুণগান, গুজরাটের আবেগ ছুঁতে মোদীর হাতিয়ার গান্ধী-প্যাটেল

Narendra Modi in Gujarat: নিজ রাজ্যে পা রেখেই কংগ্রেসিদের গুণগান, গুজরাটের আবেগ ছুঁতে মোদীর হাতিয়ার গান্ধী-প্যাটেল

আটকোটে প্রধানমন্ত্রী মোদী  (PTI)

Narendra Mod in Gujarat: বরাবরই নিজের ভাষণে মহাত্মা গান্ধী ও সরদার প্যাটেলের নাম নিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজ রাজ্য গুজরাটে পা রেখে তার অন্যথা হল না। ভোটমুখী গুজরাটের আটকোটে এদিন একটি জনসভায় ভাষণ দেন মোদী।

আর কয়েকমাস পরই গুজরাটের বিধানসভা নির্বাচন। এই আবহে গুজরাটে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেরমই এক কর্মসূচি পালন করতে আজকে গুজরাটে পা রাখেন মোদী। কেন্দ্রে বিজেপি সরকারের আট বছর পূর্তি হয়েছে। এই পরিস্থিতিতে  গুজরাটের আবেগকে ছুঁয়ে যেতে মহাত্মা গান্ধী এবং সরদার বল্লভ ভাই প্যাটেলের নাম নিলেন মোদী। ভোটমুখী গুজরাটের আটকোটে এদিন একটি জনসভায় ভাষণ দেন মোদী। সেখানে তিনি বললেন, ‘গান্ধী ও সরদার প্যাটেলের শিক্ষা অনুসরণ করেই দেশ পরিচালনার কাজ করছে তাঁর সরকার।’

মোদী এদিন বলেন, ‘কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সেবায় আট বছর পূর্ণ করছে। বছরের পর বছর ধরে আমরা দরিদ্রদের সেবা ও কল্যাণ করেছি এবং সুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন প্রেরণা দিয়েছি।’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘আট বছরে, আমরা বাপু (মহাত্মা গান্ধী) এবং সরদার প্যাটেলের স্বপ্নের ভারত গড়তে সৎ প্রচেষ্টা করেছি। বাপু এমন একটি ভারত চেয়েছিলেন যেখানে দরিদ্র, দলিত, নির্যাতিত, আদিবাসী, নারীদের ক্ষমতায়ন সম্ভব হবে; যেখানে স্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করা যাবে; অর্থনৈতিক ব্যবস্থার দেশীয় সমাধান থাকবে।’

প্রধানমন্ত্রী মোদীর কথায়, ‘আজ, যখন আমি গুজরাটের মাটিতে এসেছি, আমি আমার মাথা নত করতে চাই এবং এখানকার সমস্ত মানুষকে সম্মান করতে চাই। মাতৃভূমির সেবায় আমি কোনও প্রচেষ্টা বাকি রাখিনি। আপনাদের দেওয়া মূল্যবোধ ও শিক্ষার কারণেই এটা সম্ভব হয়েছে। আপনারাই আমাকে শিখিয়েছেন কীভাবে সমাজের জন্য বাঁচতে হয়।’

বন্ধ করুন