বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘দেশবাসীকে অসহায় অবস্থায় ছেড়েছিলেন নেহরু’, গোয়াকে ‘অন্যায়’ মনে করালেন মোদী

‘দেশবাসীকে অসহায় অবস্থায় ছেড়েছিলেন নেহরু’, গোয়াকে ‘অন্যায়’ মনে করালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

মোদীর অভিযোগ, নেহরু আন্তর্জাতিক স্তরে নিজের ভাবমূর্তির বিষয়ে ভাবতেন।

চলতি মাসেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে গোয়াতে। তার আগে গোয়ায় কংগ্রেসের করা ‘অন্যায়ের’ কথা মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে জবাব দিতে গিয়ে জওহারলাল নেহরুর প্রসঙ্গ টেনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী অভিযোগ করেন, নেহরুর নিষ্ক্রিয়তার কারণেই দেশের স্বাধীনতার ১৫ বছর পর গোয়া গোলামি থেকে রক্ষা পেয়েছিল। তিনি নেহরুকে এদিন অহংকারী বলে অবিহিত করেন।

এদিন লালকেল্লায় দাঁড়িয়ে নেহরুর এক বক্তব্যকে উদ্ধৃত করে মোদী অভিযোগ করেন, গোয়ার সত্যাগ্রাহীদের অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিল কংগ্রেস। মোদী দাবি করেন, নেহরু নাকি বলেছিলেন যে কোনও ভাবেই গোয়াতে সেনা পাঠাবে না ভারত। মোদীর অভিযোগ, নেহরু আন্তর্জাতিক স্তরে নিজের ভাবমূর্তির বিষয়ে ভাবতেন। আর এই কারণেই নাকি নেহরু নিজের দেশের লোকেদের অসহায় অবস্থায় একা ফেলে দিয়েছিলেন। মোদী অভিযোগ করেন, নেহরু নাকি গোয়ার স্বাধীনতাকামীদের কটাক্ষ করেছিলেন।

এদিকে এদিন কংগ্রেসকে অন্যান্য ইস্যুতেও আক্রমণ শানান প্রধানমন্ত্রী। বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে বলেছিলেন, ‘কংগ্রেস না থাকলে এই দেশ থাকত না। দেশে গণতন্ত্র থাকত না।’ এদিন রাজ্যসভায় খড়গের সেই বক্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, ‘কংগ্রেস না থাকলে তন্দুরে মেয়েদের পুড়িয়ে মারার ঘটনা ঘটত না, কংগ্রেস না থাকলে দেশের সাধারণ মানুষকে মৌলিক সুবিধার জন্য এত বছর অপেক্ষা করতে হত না। কংগ্রেস না থাকলে জাতপাত ও আঞ্চলিকতার ব্যবধান এতটা গভীর হত না, কংগ্রেস না থাকলে শিখ হত্যাকাণ্ড হতো না, পঞ্জাব বছরের পর বছর সন্ত্রাসবাদীদের হাতে পুড়ত না, কংগ্রেস না হলে কাশ্মীরের পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে যেতে হত না। যদি কংগ্রেস না থাকত, তাহলে গণতন্ত্র পরিবারতন্ত্র থেকে মুক্ত থাকত, ভারত বিদেশী নির্দেশের বদলে দেশীয় সিদ্ধান্তের পথে চলত, কংগ্রেস না থাকলে জরুরি অবস্থার কলঙ্ক থাকত না, কংগ্রেস না থাকলে কয়েক দশক ধরে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হত না।’

 

বন্ধ করুন