কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে। এই আবহে সকল দেশবাসীকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ জুন পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এর আগে আজকে মন কি বাতের ৮৯তম সংস্করণে মোদী বলেন, ‘আমি আপনাদের সবাইকে এবার যোগ দিবস উদযাপন করার জন্য অনুরোধ করব। আপনার শহর বা গ্রামের যে কোনও বিশেষ জায়গা বেছে নিন এবং সেখানে এই দিবস পালন করুন যোগ ব্যায়াম করার মাধ্যমে। সেই স্থানটি একটি প্রাচীন মন্দির এবং পর্যটন কেন্দ্র হতে পারে, অথবা এটি কোনও বিখ্যাত নদী, হ্রদ বা পুকুরের তীর হতে পারে। এতে যোগের পাশাপাশি আপনার এলাকার পরিচিতিও বাড়বে এবং সেখানকার পর্যটনও চাঙ্গা হবে।’
মোদী এদিন বলেন, ‘করোনা সংক্রান্ত সতর্কতা অবলম্বন করুন। সারা বিশ্বের পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো দেখাচ্ছে। আরও বেশি টিকাকরণের কারণে মানুষ এখন আগের চেয়ে বেশি করে বাইরে বের হচ্ছে; তাই 'যোগ দিবস' উপলক্ষে সারা বিশ্বে ব্যাপক প্রস্তুতিও দেখা যাচ্ছে।’
যোগের গুরুত্বের উপর জোর দিয়ে মোদী এটিকে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য একটি ‘মহান মাধ্যম’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘যোগব্যায়ামের মাধ্যমে মানুষ কতটা শারীরিক, আধ্যাত্মিক এবং বৌদ্ধিক সুস্থতা বৃদ্ধি পাচ্ছে তা অনুভব করছে। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে চলচ্চিত্র এবং ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্র থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই যোগব্যায়ামকে নিজের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলছে।’