পরিবার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র খোঁচা দিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। আর তার জবাব দিতে কেন্দ্রীয় বিজেপি একেবারে কোমর বেঁধে নামল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী এবার সোশ্য়াল মিডিয়ায় তাঁদের বায়োতে লিখলেন মোদী কা পরিবার। মোদীর কোনও পরিবার নেই বলে খোঁচা দিয়েছিলেন লালু প্রসাদ। এবার তারই পালটা দিলেন মোদী সহ গোটা বিজেপি পরিবার।
একেবারে অশোভনভাবে খোঁচা দিয়েছিলেন লালুপ্রসাদ। আর এবার কার্যত সেই খোঁচার জবাব ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সোমবার তেলেঙ্গানা থেকে সভায় সেই পরিবারবাদ আর দুর্নীতির কথা উল্লেখ করে তীব্র কটাক্ষ করলে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, এই দেশের ১৪০ কোটি মানুষই আমার পরিবারের অন্তর্গত। এই জীবন আমার কাছে খোলা বইয়ের মতো। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইন্ডি জোটের নেতারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। নেপোটিজম ও তোষামোদের সঙ্গে যুক্ত তারা। আর তারাই এখন নার্ভাস হয়ে গিয়েছেন। আমি যখন তাদের পরিবারবাদের কথা বলি তখন তারা তখন বলতে শুরু করেন যে মোদীর কোনও পরিবার নেই।
মোদী বলেন, আমার জীবন খোলা বইয়ের মতো। ১৪০ কোটি দেশবাসী আমার পরিবার। আজ কোটি কোটি কন্যা, মা, বোন এই দেশের মোদীর পরিবারের অন্তর্গত। এই দেশের প্রতিটি গরীব মানুষ আমার পরিবারের সদস্য। যাদের কেউ নেই তাঁদের মোদী আছেন। তাঁরা বলেন, আমি মোদীর পরিবারের মানুষ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দেশবাসী আমাকে ভালো করে জানেন ও বোঝেন। আমার প্রতিটি গতিবিধির উপর তারা নজর রাখেন। যখন মাঝেমধ্য়ে আমি গভীর রাত পর্যন্ত কাজ করি আর তখন লাখ লাখ মানুষ আমাকে বলেন এত রাত পর্যন্ত কাজ করবেন না, এবার বিশ্রাম নিন।
সাধারণ মানুষের স্বপ্ন পূরণের ক্ষেত্রে তারা কীভাবে কাজ করে যাচ্ছেন সেটাও জানিয়ে দেন তিনি।
মোদী বলেন, মেরা ভারত-মেরা পরিবার এই অনুভূতির উপর ভিত্তি করে আমি বাঁচি। আমি আপনাদের জন্য বাঁচি, আপনাদের জন্য লড়াই করি, আপনাদের স্বপ্ন পূরণের জন্য় কাজ করে যাই।
এদিকে সোস্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে লালু প্রসাদ মোদীকে আক্রমণ করতে গিয়ে কার্যত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। তাঁকে বলতে শোনা যায়, কেয়া হ্যায় মোদী, কোই চিজ হ্যায়? ইয়ে নরেন্দ্র মোদী পরিবারবাদ পর হামলা কর রহা হ্যায়। তুম বাতাও তুমকো কিউ কোই সন্তান নেহি হ্যায়। জাদা সন্তান হোনেবালে লোগো কো বোলতা হ্যায় কি পরিবারবাদ হ্যায়, পরিবার-কে লিয়ে ইয়ে লোগ লড় রহে হ্যায়। সেই সঙ্গেই লালু বলেন, মোদীর নিজের কোনও পরিবার নেই। এজন্য আমরা কী করব?