‘পরীক্ষা পে চর্চা’র পঞ্চম সংস্করণে এবছরের বোর্ড পরীক্ষাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি পড়ুয়াদের পরামর্শ দেন যাতে পরীক্ষাকে একটা উত্সবের মতো দেখা হয়। এবং তিনি পরীক্ষা নিয়ে অকারণ চাপ নিতে বারণ করেন পরীক্ষার্থীদের। পাশাপাশি অনলাইন পড়াশোনার সময় অন্যমনস্ক হওয়া নিয়েও সতর্ক করেন মোদী। এদিন মোদী পরীক্ষার্থীদের বলেন, ‘অনলাইনে পড়াশোনা করার সময় পড়ুয়াদের আত্মদর্শন করা উচিত যে তারা আসলে পড়াশোনা করে নাকি সোশ্যাল মিডিয়াতে রিল দেখে সময় কাটাচ্ছে।’
পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী ‘বন্ধুর দেখে লিখতে’ বারণ করেন পরীক্ষার্থীদের। মোদী পড়ুয়াদের পরামর্শ দেন যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেয়। উত্সবের আবহে পরীক্ষা দিতে বলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘এপ্রিল মাসে একের পর এক উৎসব, কিন্তু এই উৎসবগুলো উদযাপনের মাঝেই আমাদের পরীক্ষায় মনোযোগ দিতে হবে। তাহলে কেন না আমরা পরীক্ষাকে উৎসব হিসেবে পালন করব না?’
প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেন, ‘ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদের শিক্ষক এবং অভিভাবকদের চাপের মধ্যে থাকা উচিত নয়। সন্তানের উপর নিজেদের স্বপ্ন চাপিয়ে দেওয়া উচিত নয় অভিভাবকদের।’ তিনি আরও বলেন, ‘পরীক্ষা আমাদের জীবনের একটি ধাপ। এখানে কেউ বসে নেই যে প্রথমবার পরীক্ষা দেবে। আমরা সমান সময়ের ব্যবধানে বারবার পরীক্ষায় বসার মাধ্যমে পরীক্ষিত হয়েছি।’