পার্টির অন্দরে বারংবার অপমানিত হয়ে শেষ পর্যন্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। দীর্ঘ ১০ বছর পর কংগ্রেসকে পঞ্জাবে ক্ষমতায় এনেছিলেন অমরিন্দর সিং। তবে সেই অমরিন্দরেই ভরসা হারায় কংগ্রেস হাইকমান্ড। পতন নিশ্চিত জেনেই তাই আগেভাগে ইস্তফা দেন ক্যাপ্টেন। ক্যাপ্টেন নিজেই জানান যে তিনি এই পরিস্থিতিতে অপমানিত বোধ করছেন। কংগ্রেসের হাইকমান্ড যে অমরিন্দরের উপর ভরসা রাখে না, এই কথা তিন বছর আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই কথা তিনবছর এসে সত্যি হল। এগিকে মোদীর সেই মন্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মার্চ কংগ্রেসরে তোপ দেগে বলেছিলেন, 'কংগ্রেস তো পঞ্জাবে নিজেদের মুখ্যমন্ত্রীকেও আপন মনে করে না। ক্যাপ্টেন অমরিন্দর সিং একজন স্বাধীন সৈনিকের মতো মার্চ করেন।' জবাবে আবার ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লিখেছিলেন, 'এই কথা আপনাকে কে বলল নরেন্দ্র মোদীজি? আমি তো বলিনি এই কথা। কংগ্রেস হাইকমান্ড কী আমার নামে আপনার কাছে অভিযোগ জানিয়েছে? যাইহোক, আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে আপনার এই ধরনের মন্তব্য কোনও ভাবে আমার এবং আমার দলের মধ্যে কোনও ফাটল ধরাতে পারবে না। আমার নেতৃত্বের উপর দলের পূর্ণ আস্থা আছে। আমারও দলের উপর আস্থা অটুট।'
তবে তিন বছর আগের সেই আস্থার রেখায় বিশাল ফাটল দেখা দেয় বিগত বেশ কয়েক মাস ধরেই। পদত্যাগ করার পর কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অমরিন্দর সিং বলেন, 'গত দু'মাসে তৃতীয়বার পরিষদীয় বৈঠকের ডাক দেওয়া হল। বিধায়কদের দু'বার দিল্লিতে ডেকে নেওয়া হল। তৃতীয়বার বৈঠক করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার উপর যেন সন্দেহ আছে। আমি যেন চালাতে পারছি না। আমি অপমানিত বোধ করছি। যাঁর উপর ভরসা আছে, তাঁকে মুখ্যমন্ত্রী করে দিক হাইকমান্ড।'