বাংলা নিউজ > ঘরে বাইরে > 'অমরিন্দরকে আপন মনে করে না কংগ্রেস', সত্যি হল মোদীর তিনবছর আগের বক্তব্য

'অমরিন্দরকে আপন মনে করে না কংগ্রেস', সত্যি হল মোদীর তিনবছর আগের বক্তব্য

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যাপ্টেন অমরিন্দর সিং (ফাইল ছবি : এএনআই) (HT_PRINT)

দীর্ঘ ১০ বছর পর কংগ্রেসকে পঞ্জাবে ক্ষমতায় এনেছিলেন অমরিন্দর সিং। তবে সেই অমরিন্দরেই ভরসা হারায় কংগ্রেস হাইকমান্ড।

পার্টির অন্দরে বারংবার অপমানিত হয়ে শেষ পর্যন্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। দীর্ঘ ১০ বছর পর কংগ্রেসকে পঞ্জাবে ক্ষমতায় এনেছিলেন অমরিন্দর সিং। তবে সেই অমরিন্দরেই ভরসা হারায় কংগ্রেস হাইকমান্ড। পতন নিশ্চিত জেনেই তাই আগেভাগে ইস্তফা দেন ক্যাপ্টেন। ক্যাপ্টেন নিজেই জানান যে তিনি এই পরিস্থিতিতে অপমানিত বোধ করছেন। কংগ্রেসের হাইকমান্ড যে অমরিন্দরের উপর ভরসা রাখে না, এই কথা তিন বছর আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই কথা তিনবছর এসে সত্যি হল। এগিকে মোদীর সেই মন্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মার্চ কংগ্রেসরে তোপ দেগে বলেছিলেন, 'কংগ্রেস তো পঞ্জাবে নিজেদের মুখ্যমন্ত্রীকেও আপন মনে করে না। ক্যাপ্টেন অমরিন্দর সিং একজন স্বাধীন সৈনিকের মতো মার্চ করেন।' জবাবে আবার ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লিখেছিলেন, 'এই কথা আপনাকে কে বলল নরেন্দ্র মোদীজি? আমি তো বলিনি এই কথা। কংগ্রেস হাইকমান্ড কী আমার নামে আপনার কাছে অভিযোগ জানিয়েছে? যাইহোক, আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে আপনার এই ধরনের মন্তব্য কোনও ভাবে আমার এবং আমার দলের মধ্যে কোনও ফাটল ধরাতে পারবে না। আমার নেতৃত্বের উপর দলের পূর্ণ আস্থা আছে। আমারও দলের উপর আস্থা অটুট।'

তবে তিন বছর আগের সেই আস্থার রেখায় বিশাল ফাটল দেখা দেয় বিগত বেশ কয়েক মাস ধরেই। পদত্যাগ করার পর কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অমরিন্দর সিং বলেন, 'গত দু'মাসে তৃতীয়বার পরিষদীয় বৈঠকের ডাক দেওয়া হল। বিধায়কদের দু'বার দিল্লিতে ডেকে নেওয়া হল। তৃতীয়বার বৈঠক করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার উপর যেন সন্দেহ আছে। আমি যেন চালাতে পারছি না। আমি অপমানিত বোধ করছি। যাঁর উপর ভরসা আছে, তাঁকে মুখ্যমন্ত্রী করে দিক হাইকমান্ড।'

ঘরে বাইরে খবর

Latest News

পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.