বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi's Photo on Vaccination Certificate: ‘বিশ্বে প্রশংসিত হলেও…’, টিকাকরণ সার্টিফিকেটে ছবি ইস্যুতে প্রথম মুখ খুললেন মোদী

Modi's Photo on Vaccination Certificate: ‘বিশ্বে প্রশংসিত হলেও…’, টিকাকরণ সার্টিফিকেটে ছবি ইস্যুতে প্রথম মুখ খুললেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (AFP)

Modi's Photo on Vaccination Certificates: 'ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২' উদ্বোধনের পর বক্তৃতার সময় নাম না করে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, এক সময়ে ইউপিআই চালুর বিরোধিতা করে সংসদে সরব হয়েছিলেন চিদাম্বরম। 

ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহের সূচনা মঞ্চে দাঁড়িয়ে নিজের সমালোচকদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ডিজিটাল ঝড় তোলার মোদীর স্বপ্ন ধীরে ধীরে সত্যি হচ্ছে। বিশেষত কোভিডকালে ডিজিটাল মাধ্যমের উফর ভারতীয়েদর নির্ভরতা অনেকটাই বেড়েছে। কোভিড টিকাকরণ থেকে শুরু করে টিকার সার্টিফিকেট পাওয়া পর্যন্ত সবকিছু ডিজিটাল মাধ্যমে হয়েছে। এই নিয়েই বলতে গিয়ে বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্তরী মোদী। সোমবার গান্ধীনগরের অনুষ্ঠানে মোদী বলেন, ‘সমগ্র বিশ্ব যখন আলোচনা করছিল যে ভারত কীভাবে কোভিড টিকা দেওয়ার পরেই লোকেদের শংসাপত্র দিতে সক্ষম হয়েছে, সেখানে কিছু লোক ছিল কেবল এটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত ছিলেন যে সেই নথিগুলিতে কেন আমার ছবি ছিল।’

'ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২' উদ্বোধনের পর বক্তৃতার সময় নাম না করে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। ইউপিআই-এর (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) মতো অনলাইন পেমেন্ট মোডগুলি আনার জন্য যখন সরকার পদক্ষেপ করছিল, তখন এটার বিরোধিতা করে সংসদে সরব হয়েছিলেন চিদাম্বরম। প্রধানমন্ত্রী বলেন, ‘গত আট বছরে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম দেশে যে সম্ভাবনা তৈরি করেছে তা কোভিড মহামারী চলাকালীন আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করেছে। আমরা এটির কারণে বিশ্বের বৃহত্তম কোভিড টিকাকরণ এবং ত্রাণ কর্মসূচি চালাতে সক্ষম হয়েছি।’

মোদী বলেন, ‘মহামারীর সময়ে আমরা নারী, কৃষক, শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছি। 'এক দেশ এক রেশন কার্ড'-এর সাহায্যে আমরা নিশ্চিত করেছি যে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বিতরণ করা হয়।’ প্রধানমন্ত্রী মোদী ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য তুলে ধরতে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও কথা বলেন। মোদী বলেন, ‘এখন একজন রাস্তার ঠেলার বিক্রেতাও একই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন যা কিনা একটি মলের শোরুম ব্যবহার করা হয়। আমি একটি ভিডিয়ো দেখেছিলাম যেখানে একজন ভিক্ষুক একটি ডিজিটাল পেমেন্ট QR কোড ব্যবহার করছে!’

বন্ধ করুন