দেশের তাবড় গেমারদের সঙ্গে সদ্য এক আড্ডার সেশনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই আড্ডার সেশনেও নিজের বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানা তাক করলেন গেমারদের ভাষায়! এই আড্ডার সেশনে মোদীকে প্রশ্ন করা হয়েছিল ‘গ্রাইন্ড’ বা ‘নুব’ এর মতো শব্দ যা গেমাররা ব্যবহার করে থাকেন, তা সম্পর্কে কি জানেন মোদী? জবাবে কী বললেন মোদী?
'নুব' শব্দের অর্থ, খেলায় যে পারদর্শী নয় বা খেলায় যে নতুন এসেছে, এমন কেউ। এই নিয়ে মোদীর কাছে যায় প্রশ্ন। নুব কথার অর্থ নিয়ে প্রসঙ্গ উঠতেই মোদী বলেন, ‘ভাই দেখুন আমি যদি ভোটের সভায় বলি (এই শব্দ) আপনারা ভাববেন কাকে বলছি… ।’ এই কথা শুনে গেমাররা হাসিতে ফেটে পড়েন। অনেকে মজা করে বলেন, আমরা বুঝতে পারছি কাকে বলা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছিল যে মোদী এই শব্দ কার জন্য ব্যবহার করছেন। মোদী বলেন, ‘আমি যদি বলেই দিই, তাহলে আপনারা বুঝেই যাবেন কাকে বলছি।’এরপরই হাসির রোল দেখা যায় আড্ডায়। উল্লেখ্য, নাম না করে বিরোধী শিবিরের দিকেই যে মোদীর খোঁচা গিয়েছে তার আভাস রয়েছে এই মন্তব্যে। বহু রিপোর্টের দাবি, মোদীর এই খোঁচা রাহুল গান্ধীর দিকে।
প্রসঙ্গত, গেমিং ঘিরে ভারতে কী কী সম্ভাবনা উঠে আসতে পারে, তা নিয়ে এই আলোচনায় কিছু কথাবার্তা হয়। গেমারদের কিছু চাহিদার কথাও এই আলোচনায় শোনেন মোদী। তবে গোটা পর্ব ঘিরে সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘নুব’ শব্দ নিয়ে মোদীর বক্তব্য।
বিজেপির শেহজাদ পুনাওয়ালা এক পোস্টে মোদীর আলোচনার এই অংশটি তুলে ধরেন। তিনি সেখানে লেখেন, ‘নরেন্দ্র মোদী কারোর নাম নেননি, তাহলে কংগ্রেস নেতারা এত প্রতিক্রিয়া কেন দিচ্ছেন?… নিশ্চিত করছেন যে, রাজনীতির নুব কে! ’ মোদীর ভিডিয়োর এই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপিতে মান্ডি কেন্দ্রের প্রার্থী কঙ্গনা রানাওয়াত। গেমার তীর্থ মেহতা, অনিমেশ আগরওয়াল, আংশু বিষ্ট, নমন মাথুর, মিথিলেশ পাটাঙ্কর, গণেশ গঙ্গাধর, এবং পায়েল ধারে সদ্য ভোটের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এক আড্ডায় বসেন। সেখানে দেশের গেমিং ইন্ডাস্ট্রির সম্ভাবনা নিয়ে কথা হয়। একাধিক প্রস্তাব আসে এই তাবড় গেমারদের তরফে।