প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী, পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী - এই দুই পদে, প্রশাসনিক প্রধান হিসাবে ২৩ বছর পূর্ণ করে ফেললেন নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ মোদীর এক্স অ্য়াকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। তাতে তাঁর বার্তা, 'আমি সরকারের প্রধান হিসাবে ২৩ বছর পূর্ণ করলাম। সেই উপলক্ষে যাঁরা আমাকে আশীর্বাদ করেছেন এবং শুভ কামনা জানিয়েছেন, তাঁদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।'
এরপরই, প্রশাসনিক প্রধান হিসাবে মোদী তাঁর শুরুর দিনগুলির কথা উল্লেখ করেন। লেখেন, 'সেই দিনটা ছিল, ২০০১ সালের ৭ অক্টোবর। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম। এটা আমার দল, বিজেপির মহানুভবতা যে, আমার মতো একজন অতি সাধারণ কার্যকর্তাকে রাজ্য প্রশাসনের প্রধান হিসাবে কাজ করার জন্য বেছে নেওয়া হয়েছিল।'
এই আবেগঘন পোস্ট করার পাশাপাশি এদিন মোদী আরও একটি বিশেষ বার্তা দিয়েছেন। নিউজ এইটিনের প্রকাশিত খবর অনুসারে, মোদী এদিন জানান, 'যত দিন পর্যন্ত না বিকশিত ভারতের সামগ্রিক লক্ষ্য পূরণ হচ্ছে' তত দিন পর্যন্ত তিনি তাঁর দায়িত্ব থেকে বিশ্রাম নেবেন না।
উল্লেখ্য, মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, সেই সময় সে রাজ্যের অবস্থা যথেষ্ট সংবেদনশীল ছিল। কারণ, মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছিলেন ২০০১ সালের ৭ অক্টোবর।
ওই একই বছরে গুজরাতের মাটি কেঁপে উঠেছিল ভয়াবহ ভূমিকম্পে। তাতে অসংখ্য প্রাণহানি যেমন ঘটেছিল, তেমনই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছিল।
পাশাপাশি, সেই সময়ে সুপার সাইক্লোন এবং প্রাণঘাতী ক্ষরারও সম্মুখীন হতে হয়েছিল গুজরাতকে। ভয়াবহ এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে একটা সময় 'কংগ্রেসের অপশাসন'-এর সঙ্গে তুলনা করতেন বিজেপি নেতারা।
নরেন্দ্র মোদী নিজে একাধিকবার অভিযোগ করেছেন, গুজরাতে যত দিন কংগ্রেসের শাসন ছিল, সেখানকার মানুষ ভালো ছিল না। কারণ, কংগ্রেস বরাবরই 'লুটপাট, সাম্প্রদায়িকতা এবং জাতপাতের রাজনীতি' করেছে। তারা গুজরাতের উন্নয়নে কোনও কাজ করেনি।
মোদী আরও দাবি করেন, গুজরাতে যখন থেকে কংগ্রেসের শাসন বন্ধ হয়েছে, তখন থেকেই সেখানকার মানুষ প্রকৃত উন্নয়ন ও উন্নতির স্বাদ পেতে শুরু করেছে।
এই প্রসঙ্গে মোদী লিখেছেন, 'আমি যখন গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতরে বসেছিলাম, সেই সময় গুজরাতের সামনে অনেক প্রতিকূলতা ছিল। ২০০১ সালে কচ্ছে ভূমিকম্প হয়। তারও আগে সুপার সাইক্লোন আসে। একটি ভয়াবহ ক্ষরা পেরিয়ে আসতে হয়। সেইসঙ্গে ছিল, কংগ্রেসের দীর্ঘ কয়েক দশকের অপশাসন,সাম্প্রদায়িকতা এবং জাতপাতের রাজনীতি।'
এরপরই মোদী দাবি করেন, 'জনশক্তিতে বলীয়ান হয়ে আমরা গুজরাতের পুনর্গঠন করেছি। গুজরাতকে উন্নতির নয়া শিখরে পৌঁছে দিয়েছি। এমনকী, গুজরাত কৃষিতেও ব্যাপক উন্নতি করেছে। অথচ, গুজরাত কৃষিপ্রধান রাজ্য নয়।'