বাংলা নিউজ > ঘরে বাইরে > 75 coin design: ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র, কীরকম দেখতে হবে? কী কী লেখা থাকবে?

75 coin design: ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র, কীরকম দেখতে হবে? কী কী লেখা থাকবে?

বিশেষ ৭৫ টাকার কয়েন আনতে চলেছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay এবং হিন্দুস্তান টাইমস)

মোদী সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে সেই বিশেষ কয়েন আনা হচ্ছে (ভারতের স্বাধীনতার ৭৫ বছর)। ওই কয়েনে লেখা থাকবে 'Parliament Complex' বা সংসদ ভবন। সেইসঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে সেই কয়েনে।

নয়া সংসদ ভবনের উদ্বোধনের জন্য বিশেষ ৭৫ টাকার কয়েন আনতে চলেছে কেন্দ্র। আগামী রবিবার যে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মোদী সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে সেই বিশেষ কয়েন আনা হচ্ছে (ভারতের স্বাধীনতার ৭৫ বছরের জন্য ৭৫ টাকার কয়েন)। ওই কয়েনে লেখা থাকবে 'Parliament Complex' বা সংসদ ভবন। সেইসঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে সেই কয়েনে।

কীরকম হবে সেই ৭৫ টাকার কয়েন?

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ৭৫ টাকার কয়েন তৈরি করা হবে, সেটা বৃত্তাকার হবে। ব্যাস হবে ৪৪ মিলিমিটার। ওই বিশেষ কয়েনে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, পাঁচ শতাংশ নিকেল এবং পাঁচ শতাংশ দস্তার সংমিশ্রণ থাকবে। ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী, ওই ৭৫ টাকার কয়েন ওজন হবে মোটামুটি ৩৫ গ্রাম। সেই ওজনের কিছুটা হেরফের হতে পারে। ৩৪.৬৫ গ্রাম থেকে ৩৫.৩৫ গ্রামের মধ্যে ওই কয়েনের ওজন থাকতেই হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক।

আরও পড়ুন: New Parliament Inauguration Boycott: 'গণতন্ত্রের আত্মাকে শুষে নিয়েছে', নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কটের ডাক ১৯টি বিরোধী দলের

৭৫ টাকার কয়েন দেখতে হবে কেমন হবে?

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭৫ টাকার কয়েনের সামনের দিকে একেবারে মাঝখানে অশোক স্তম্ভের সিংহের মুখ থাকবে। নীচে লেখা থাকবে 'সত্যমেব জয়তে'। বাঁ-দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে 'ভারত'। ডানদিকে ইংরেজিতে 'ইন্ডিয়া' (India) লেখা থাকবে। সেইসঙ্গে রুপির চিহ্ন থাকবে বিশেষ কয়েনে। সিংহের নীচে '৭৫' লেখা থাকবে।

আরও পড়ুন: Sengol at New Parliament Building: নতুন সংসদ ভবনের ভেতর থাকবে ঐতিহাসিক সোনার রাজদণ্ড, ইতিহাসটা জানলে চমকে যাবেন

ওই কয়েনের অপরপ্রান্তে নয়া সংসদ ভবনের ছবি থাকবে। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরের দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে 'সংসদ সংকুল'। নীচে ইংরেজি হরফে লেখা থাকবে 'PARLIAMENT COMPLEX'। সংসদ ভবনের ঠিক নীচে লেখা থাকবে ‘2023' (অর্থাৎ যে বছরে কয়েন তৈরি করা হচ্ছে)।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন