শনিবারই দুই দিনের কুয়েত সফরে গিয়েছেন মোদী। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের আমন্ত্রণে সেদেশে গিয়েছেন ভারতের প্রধনমন্ত্রী। উল্লেখ্য, ৪৩ বছর পর মোদীই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি এই কুয়েত সফর করছেন। সেদেশে পা রেখেই শনিবার কুয়েতের শেখ সাদ আল আবদুল্লাহ স্পোর্টস কমপ্লেক্সে 'হালা মোদী' অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের প্রতি একাধিক বার্তা দিয়েছেন মোদী।
‘হালা মোদী’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ভাষণের শুরুতেই বলেন,' মাত্র আড়াই ঘণ্টা আগে কুয়েতে পৌঁছেছি। যখন থেকে আমি এখানে পা রেখেছি, তখন থেকে আমি এক অন্যরকম ঐকান্তিক ব্যাপার অনুভব করছি, চারিদিকে আলাদা উষ্ণতা অনুভব করছি। আপনারা সবাই ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, কিন্তু আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে যেন আমার সামনে মিনি হিন্দুস্তান এসেছে।' ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্কের রেশ ধরে অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন,' ভারত ও কুয়েত আরব সাগরের দুই তীরে অবস্থিত, এটি কেবল কূটনীতি নয় যা আমাদেরকে সংযুক্ত করে… সংযুক্ত করে হৃদয়ের বন্ধনও। ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্ক হচ্ছে সভ্যতা, সাগরপথ, স্নেহ, ব্যবসা-বাণিজ্যের।' অনুষ্ঠান মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রীর ঝোড়ো বার্তা,' কুয়েত, বাণিজ্য এবং উদ্ভাবনের মাধ্যমে, একটি গতিশীল অর্থনীতি হতে চায়। ভারতও উদ্ভাবনের দিকে মনোনিবেশ করছে এবং তার অর্থনীতিকে শক্তিশালী করছে... ভারতের দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং জনশক্তি রয়েছে যা 'নতুন' কুয়েতের প্রয়োজন।'
নরেন্দ্র মোদী বলেন,'প্রতি বছর, শত শত ভারতীয় কুয়েতে আসেন, আপনি কুয়েতি সমাজে ভারতীয় স্পর্শ যোগ করেছেন।' তাঁর ভাষণে মোদী মনে করিয়ে দেন যে, ৪৩ বছর পর তিনিই প্রছম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি উপসাগরীয় এই দেশ কুয়েতে পা রেখেছেন। নরেন্দ্র মোদী বলেন,' এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। ৪৩ বছর, চার দশকেরও বেশি সময় পর কুয়েতে এসেছেন কোনও ভারতের প্রধানমন্ত্রী। ভারত থেকে কুয়েতে পৌঁছাতে সময় লাগে চার ঘণ্টা কিন্তু প্রধানমন্ত্রীর চার দশক লেগেছে।' এদিকে, জানা যাচ্ছে, মোদীর এই সফরে কুয়েতের সঙ্গে ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয় আলোচবার ফোকাসে থাকতে চলেছে।