বাংলা নিউজ > ঘরে বাইরে > বদলে গেল নেহেরু মিউজিয়ামের নাম,সব প্রাক্তনদের সম্মান জানিয়ে নয়া রূপে 'প্রধানমন্ত্রী জাদুঘর' উদ্বোধন মোদীর

বদলে গেল নেহেরু মিউজিয়ামের নাম,সব প্রাক্তনদের সম্মান জানিয়ে নয়া রূপে 'প্রধানমন্ত্রী জাদুঘর' উদ্বোধন মোদীর

প্রধানমন্ত্রী জাদুঘর উদ্বোধন নরেন্দ্র মোদীর (HT_PRINT)

আগে এই সংগ্রশালার নাম ছিল নেহেরু মিউজিয়াম। প্রধানমন্ত্রী থাকাকালীন দীর্ঘ ১৬ বছর এখানে বাস করেছিলেন জওহরলাল নেহেরু।

আজ নয়াদিল্লির তিন মূর্তি ভবনে 'প্রধানমন্ত্রীর জাদুঘর' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টিকিট কেটে এই সংগ্রহশালায় ঢোকেন। আগে এই সংগ্রশালার নাম ছিল নেহেরু মিউজিয়াম। তার নাম বদল করে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’ হিসেবে উদ্বোধন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী পদে থাকা সবার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে এখানে। তাঁধের সঙ্গে সম্পর্কিত নথিপত্র, ছবি প্রদর্শিত হবে জাদুঘরে।

নয়া রূপে আত্মপ্রকাশ ঘটানো এই সংগ্রহশালার আয়তন ১০ হাজার ৪৯১ বর্গ মিটার। মৃত্যুর আগে এই তিনমূর্তি ভবনে ষোলো বছর কাটিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। তাঁর মৃত্যুর পরে তাঁর বাসভবনের সংরক্ষণের দায়িত্ব নেয় কেন্দ্রীয় সরকার। পরে তা নেহেরু গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল। এবার সেই তিনমূর্তি ভবনে নেহেরুর পাশাপাশি আরও ১৩ জন প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন তথ্য, নথি, ছবি প্রদর্শিত হবে।

এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে স্বীকৃতি জানাতে এনডিএ সরকার এই পদক্ষেপ করেছে। প্রধানমন্ত্রীর জাদুঘরে প্রাক্তন সব প্রধানমন্ত্রীদের সাথে সমপ্রকিত বহু জিনিস প্রদর্শন করা হয়েছে। আমাদের সরকার নিশ্চিত করেছে যে সমস্ত প্রধানমন্ত্রীর অবদান সমান ভাবে স্বীকৃত পায়।’ বুধবার এই নিয়ে প্রধানমন্ত্রীর একটি টুইট করে লিখেছিলেন, ‘১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে আমাদের দেশে প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের আজাদি কা অমৃত মহোৎসব উদ্‌যাপন উপলক্ষ্যেই এই সংগ্রহশালা উদ্বোধন করা হচ্ছে। আমি সকলকে এই জাদুঘরে ঘুরতে যাওয়ার অনুরোধ জানাই।’

 

 

বন্ধ করুন