বাংলা নিউজ > ঘরে বাইরে > Longest Railway Station: বিশ্বের দীর্ঘতম রেলস্টেশনের উদ্বোধন মোদীর, কর্ণাটকের বুকে এই প্রকল্পে ব্যয় হল কত কোটি?

Longest Railway Station: বিশ্বের দীর্ঘতম রেলস্টেশনের উদ্বোধন মোদীর, কর্ণাটকের বুকে এই প্রকল্পে ব্যয় হল কত কোটি?

১৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন করেন। তারমধ্যে অন্যতম হল বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে, ধারওয়ার্ড আইআইটি। উল্লেখ্য, এই নয়া এক্সপ্রেসওে চালু হওয়ার ফলে বেঙ্গালুরু থেকে মাইসুর যেতে সময় লাগবে ৭৫ মিনিট। ফলে তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরু থেকে রাজকীয় শহর মাইসুরুর দূরত্ব এথন ৭৫ মিনিট। এদিকে, হুবলিতে বিশ্বের দীর্ঘতম রেলস্টেশনের উদ্বোধন করেন মোদী।

অন্য গ্যালারিগুলি