১৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন করেন। তারমধ্যে অন্যতম হল বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে, ধারওয়ার্ড আইআইটি। উল্লেখ্য, এই নয়া এক্সপ্রেসওে চালু হওয়ার ফলে বেঙ্গালুরু থেকে মাইসুর যেতে সময় লাগবে ৭৫ মিনিট। ফলে তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরু থেকে রাজকীয় শহর মাইসুরুর দূরত্ব এথন ৭৫ মিনিট। এদিকে, হুবলিতে বিশ্বের দীর্ঘতম রেলস্টেশনের উদ্বোধন করেন মোদী।
1/4বিশ্বের দীর্ঘতম রেলস্টেশন দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কর্ণাটকের হুবলিতে নরেন্দ্র মোদী এই রেলস্টেশনের উদ্বোধন করেন। এই রেলস্টেশনের নাম হয়েছে শ্রী সিধারুদ্ধ স্বামীজি হুবলি রেলস্টেশন। বিশ্বের দীর্ঘতম রেলস্টেশন হওয়ার বিষয়ের এই রেলস্টেশনের যে প্রয়োজনীয় স্বীকৃতি প্রয়োজন, তা এসেছে গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে। (PTI Photo)(PTI03_12_2023_000312A) (PTI)
2/4উল্লেখ্য, এই প্ল্যাটফর্মটি ১,৫০৭ মিটার দীর্ঘ। ২০ কোটি টাকা ব্যয়ে এই দীর্ঘতম রেলপ্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। প্রসঙ্গত, কর্ণাটকের বাণিজ্য ক্ষেত্রে এই স্টেশনের ভূমিকা ব্যাপক। এই স্টেশনটি রাজ্যের অন্যতম বড় জংশন। প্রসঙ্গত, সামনেই কর্ণাটক নির্বাচন, তার আগে এই স্টেশনের উদ্বোধনও এখন একটি বড় দিক। PTI Photo)(PTI03_12_2023_000184A)(PTI03_12_2023_000295A) (PTI)
3/4এই রেলস্টেশন থেকে বেঙ্গালুরু, হসপেট, ভাস্কো দা গামা/ বেলেগাভির সংযোগ রয়েছে। ফলে বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে এই রেলস্টেশনটির তাৎপর্য কিছু কম নয়। প্রসঙ্গত, বেঙ্গালুরপর পরিবহনকে চাঙ্গা করতে এই রেলস্টেশনের তাৎপর্য যথেষ্ট। . (PTI Photo)(PTI03_12_2023_000311A) (PTI)
4/4Dharwad: Prime Minister Narendra Modi speaks during the inauguration of IIT, in Dharwad, Sunday, March 12, 2023. (PTI Photo)(PTI03_12_2023_000310B) (PTI)