আজ থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এদিকে এই অধিবেশনে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে শুরু করে কানওয়ার যাত্রাপথে সব খাবারের দোকানে মালিকের নাম প্রদর্শনের নির্দেশিকা নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। আর বিরোধীদের সেই আক্রমণের আগেই পালটা আক্রমণ শানিয়ে বসলেন নরেন্দ্র মোদী। আজ অধিবেশনের শুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোদী বিরোধী দলগুলিকে একহাত নিলেন।
আজ সংসদ অধিবেশন শুরুর আগে নরেন্দ্র মোদী বলেন, 'এটা গর্বের বিষয় যে ৬০ বছর পর একই সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এবং তৃতীয়বারের মতো প্রথম বাজেট পেশ করতে চলেছে... আমি তাই দেশের জনগণকে নিশ্চয়তা দিতে চাই। আমাদের লক্ষ্য সেই নিশ্চয়তাকে বাস্তবে পরিণত করা। এই বাজেট অমৃত কালের জন্য গুরুত্বপূর্ণ বাজেট। আজকের বাজেট আমাদের মেয়াদের পরবর্তী ৫ বছরের দিকনির্দেশনা নির্ধারণ করবে। এই বাজেট আমাদের 'বিকশিত ভারত'-এর স্বপ্নের একটি শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে।'
এরপর মোদী বিরোধীদের তোপ দেগে বলেন, 'কিছু দল নিজেদের ব্যর্থতা লুকোতে সংসদের সময়কালের ব্যবহার করেন।' এই আবহে সব দলের প্রতি মোদীর বার্তা, আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেন সবাই ঐক্যবদ্ধ হয়। মোদী বলেন, 'আপনারা নিশ্চয়ই দেখেছেন যে, সংসদের প্রথম অধিবেশনেই দেশের ১৪০ কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকারের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। আড়াই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর কণ্ঠকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। দেশের মানুষ দলের জন্য নয় দেশের জন্য পাঠিয়েছে। এই সংসদ দেশের জন্য, দলের জন্য নয়।'
এরপর ভারতীয় অর্থনীতি নিয়ে মোদী বলেন, 'প্রত্যেক নাগরিকের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে ভারত বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত বর্ধনশীল দেশ। গত ৩ বছরে, আমরা ৮ শতাংশ অব্যাহত প্রবৃদ্ধির সাথে এগিয়ে যাচ্ছি।' এই আবহে এই আসন্ন বাজেট সেশন ভারতীয় ভবিষ্যতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে সব পক্ষকেই সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিকে আগামিকাল, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি। অর্থমন্ত্রী হিসাবে সর্বাধিকবার বাজেট পেশ করবেন তিনি। তার আগে, আজ দেশের অর্থনৈতিক সমীক্ষাপত্র সহ একাধিক বিল পেশ করবেন অর্থমন্ত্রী। দুপুর আড়াইটে নাগাদ সংসদের লোকসভায় এই সমীক্ষা পেশ করা হবে। এতে দেশের আর্থিক বৃদ্ধি, জিডিপি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও বাজেট ঘাটতি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে।