মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এই আবহে বিশ্বের তাবড় নেতারা তাঁকে স্বাগত জানাতে শুরু করেছেন। আর সেই তালিকায় প্রথম সারিতেই নাম লেখালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'বন্ধু' ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়া বার্তায়। মোদী লেখেন, 'নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আশা করব আপনার আগের মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার হবে। আমাদের পারস্পরিক সহযোগিতার সেই ধারা ফিরিয়ে আনার জন্য আমি অপেক্ষা করে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।' (আরও পড়ুন: ১৩২ বছর পর ফের এমন ঘটনা, আমেরিকার ইতিহাসে দ্বিতীয় 'বাজিগর' হচ্ছেন ট্রাম্প)
আরও পড়ুন: প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট… ট্রাম্পের গৌরবময় দিনে ফিরে দেখুন তাঁর লজ্জার ইতিহাস
উল্লেখ্য, ট্রাম্প ও মোদী ব্যক্তিগত রসায়ন বারবার নজর কেড়েছে বিশ্ব রাজনৈতিক মহলের। এর আগে ২০২০ সালের নির্বাচনের আগে টেক্সাসে গিয়ে 'হাউডি মোদী' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে মোদীকেও 'আব কি বার ট্রাম্প সরকার' স্লোগান তুলতে শোনা গিয়েছিল। এই আবহে এই নির্বাচনের আগে মোদী বন্দনা শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তিনি বলেছিলেন, 'মোদী বিরাট নেতা। মহান মানুষ। সত্যিই বড় মাপের লোক। উনি দারুণ কাজ করেছেন। কিন্তু, ওনার দেশ খুব চড়া হারে শুল্ক আদায় করে। ওনাকে আপাতভাবে দেখলে মনে হবে খুবই ভালো মানুষ। উনি আমার খুব ভালো বন্ধু। দারুণ লোক। বাইরে দেখে মনে হবে, উনি যেন আপনার অভিভাবক। তবে তিনি কিলার। ওটাও তাঁর অসামান্য এক ক্ষমতা।' এদিকে কয়েক মাস আগে মোদীর মার্কিন সফরের সময় তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে সেই সফরকালে সময় করে উঠতে পারেননি মোদী। (আরও পড়ুন: কমলার ঠিকানায় এবার থাকবেন অপর এক ভারতীয় বংশোদ্ভূত, কে তিনি?)
আরও পড়ুন: ট্রাম্পের জয় নিশ্চিত হতেই হোয়াইট হাউজের ওভাল অফিসে বেসিন হাতে ইলন মাস্ক!
এদিকে আজ নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবার জনসমক্ষে এসেই ট্রাম্প প্রতিশ্রুতি দিলেন, 'আমরা আমেরকিকে আবার মহান বানাব।' ট্রাম্প আজ বলেন, 'আমাদের দেশ এমন আগে কখনও হয়নি। ধন্যবাদ আমাকে ৪৭তম এবং ৪৫তম রাষ্ট্রপতি বানানোর জন্যে। আমি প্রতিদিন লড়াই করব আপনাদের পরিবারের জন্যে।' ট্রাম্পের কথায়, 'প্রতিটা দিন আমি আপনারদের জন্য লড়াই করব।' এদিকে আজকের ভাষণে একইসঙ্গে অনুপ্রবেশ নিয়েও সুর চড়ালেন তিনি। তবে তিনি বলেন, 'অভিভাসীরা আমেরিকায় আসতে পারবেন। তবে তাদের বৈধ ভাবে আসতে হবে এখানে।' পাশাপাশি ট্রাম্প বলেন, 'আমি এই দেশকে সারিয়ে তুলতে চাই।' তাঁর দাবি, 'দেশের সব সমস্যার সমাধান করব আমি।'
এদিকে ভাষণের সময় স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। 'রানিং মেট' জেডি ভান্সকেও শুভেচ্ছা জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, 'আমি ততদিন বিশ্রাম নেব না, যতদিন না আমেরিকা ফের ধনী হয়ে উঠছে। আমেরিকার সোনালি অধ্যায়ের সূচনা হল। এটা আমেরিকার মানুষদের জন্যে এক বিশাল জয়। আর ব্যাটেলগ্রাউন্ড স্টেটগুলিকে আমি ভালোবাসি। আমরা মোট ৩১৫ ইলেক্টোরাল ভোটে পৌঁছে যাব। আমরা এবার পপুলার ভোটেও জিতেছি। আমেরিকা আমাদের নজিরবিহীন এক জয় দিয়েছে। আমরা সেনেটে ক্ষমতা পুনর্দখল করেছি।'