২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। আর সরকারি ভাবে এই পরিসংখ্যান প্রকাশিত হতেই কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বড় দাবি করলেন ভারতীয় অর্থনীতি নিয়ে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছিল, সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে তা প্রায় ১ শতাংশ বেড়ে ৮.২ শতাংশ হয়। এদিকে সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ ছিল। (আরও পড়ুন: সুকান্তর বালুরঘাটে একুশে 'লিড' পেয়েছিল TMC, কত ভোটে পিছিয়ে পড়েছিল BJP?)
আরও পড়ুন: ভোট কাটাকাটিতে মালদা উত্তরে ১৯-এ ফোটে পদ্ম, তবে ২১-এ লিড নেয় TMC, দেখুন সমীকরণ
আরও পড়ুন: ১৯-এ জয়ী TMC, একুশে আরও বেড়েছে লিড, জানুন জঙ্গিপুরের বিধানসভা ভিত্তিক অঙ্ক
এই আবহে মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে লেখেন, '২০২৩-২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির তথ্য আমাদের অর্থনীতির শক্তিশালী গতির প্রতিফলন। আমরা যে আরও দ্রুত এগিয়ে যেতে প্রস্তুত, তাই দেখা গিয়েছে এতে। আমাদের দেশের পরিশ্রমী জনগণকে ধন্যবাদ। ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৮.২ শতাংশ বৃদ্ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে ভারত ক্রমেই বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হয়ে চলেছে। আমি যেমন বলেছিলাম, এটা একটি ট্রেলার মাত্র।' এদিকে জিডিপি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জোর দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদেও দেশের 'বৃদ্ধির গতি' অব্যাহত থাকবে। (আরও পড়ুন: মুর্শিদাবাদ লোকসভায় দ্বিতীয় বাম-কংগ্রেস, একুশের ভোটে ১৯-এর লিড আরও বাড়িয়েছে TMC)
আরও পড়ুন: রানাঘাটে জমি ধরে রাখলেও লিড কমেছে BJP'র? কী বলছে বিধানসভা আসন ভিত্তিক সমীকরণ?
আরও পড়ুন: কমে আসে ১৯-এর লাখ ভোটের লিড, ২১-এর বোলপুরে কততে এগিয়ে ছিল TMC?
নির্মলা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজকের জিডিপি ডেটা থেকে আমরা জানতে পেরেছি যে ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ ছিল। এর থেকেই বোঝা যাচ্ছে আমাদের অর্থনীতি কত শক্তিশালী। এই অসাধারণ জিডিপি বৃদ্ধির হার বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে সর্বোচ্চ। অর্থনীতির সূচকগুলি বলছে, বিশ্ব বাজারের চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতীয় অর্থনীতি স্থিতিস্থাপক ও উচ্ছ্বল ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের তৃতীয় মেয়াদে ভারতের বৃদ্ধির গতি অব্যাহত থাকবে।'