প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে জওহরলাল নেহরুকে নিয়ে কথা বলেন। তবে অধিকাংশ সময়ই তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান। এই আবহে কংগ্রেসের তরফেও কটাক্ষ করা হয়। তবে দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে নেহরুর সামনে মাথা নত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন বা জাতি গঠন করেছেন - ডঃ রাজেন্দ্র প্রসাদ, নেহরুজি, সরদার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, লাল বাহাদুর শাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, জেপি নারায়ণ, রাম মোহন লোহিয়া, বিনোবা ভাবে, নানাজি দেশমুখ, সুব্রামনিয়া ভারতী - এমন মহান ব্যক্তিত্বদের সামনে মাথা নত করার দিন আজ।’
এদিন প্রধানমন্ত্রী নারী শক্তিকেও কুর্নিশ করেন। পাশাপাশি তিনি দেশের প্রতি আদিবাসীদের অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাণী লক্ষ্মীবাই, ঝালকারি বাই, চেন্নাম্মা, বেগম হজরত মহলদের কথা আমাদের যখন মনে পড়ে তখনই আমরা নারী শক্তির কথা স্মরণ করি। তখন প্রতিটি ভারতবাসীর হৃদয় গর্বে ভরে ওঠে।’ মোদী আরও বলেন, ‘আমরা যখন স্বাধীনতা সংগ্রামের কথা বলি, তখন আমরা আদিবাসী সম্প্রদায়কে ভুলতে পারি না। ভগবান বিরসা মুন্ডা, সিধু-কানহু, আল্লুরী সীতারামা রাজু, গোবিন্দ গুরু - এমন অসংখ্য নাম রয়েছে যারা স্বাধীনতা সংগ্রামের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং মাতৃভূমির জন্য বেঁচে থাকতে ও মরতে আদিবাসী সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছেন।’
মোদী এদিন আরও বলেন, ‘ভারতের নাগরিকরা বাপু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ। তাঁরা কর্তব্যের পথকেই নিজেদের জীবনের পথ হিসেবে বেছে নিয়েছিলেন। এই জাতি মঙ্গল পান্ডে, তাঁতিয়া টোপে, ভগত সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ খান, রাম প্রসাদ বিসমিল এবং আমাদের অগণিত বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞ। তাঁরা ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন।’