বাংলা নিউজ > ঘরে বাইরে > 'একেবারে মিথ্যা', সংসদে মোদীর ভাষণের পর সুর চড়াল আপ, তোপ কংগ্রেসেরও

'একেবারে মিথ্যা', সংসদে মোদীর ভাষণের পর সুর চড়াল আপ, তোপ কংগ্রেসেরও

নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য এএনআই। (ANI)

কেজরিওয়াল লেখেন, 'প্রধানমন্ত্রীজির এই বয়ান একেবারেই মিথ্যা। দেশ আশা করে যে, করোনাকালে যে মানুষরা পীড়াগ্রস্ত হয়েছেন, যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি প্রধানমন্ত্রী সংবেদনশীল হবেন। মানুষের কষ্টের উপর রাজনীতি করা প্রধানমন্ত্রীকে শোভা দেয়না। '

সংসদে এদিন ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে কার্যত সমস্ত বিরোধীদলকে একহাত নিয়ে নেন মোদী। বিশেষত কংগ্রেসকে টার্গেট করেই আক্রমণ শানাতে থাকেন তিনি। এদিকে, উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যে ভোটের আগে সংসদের এই ভাষণে তিনি কেজরিওয়ালের আম আদমি পার্টিকেও ছেড়ে কথা বলেননি।কোভিড ইস্যুতে কার্যত একযোগে আপ ও কংগ্রেসকে নিশানা করেন মোদী।

সোমবার সংসদে পেশ করা বক্তব্যে মোদী অভিযোগ তোলেন, বিরোধীদের উস্কানি ছিল ভারতের করুণ কোভিড পরিস্থিতির নেপথ্যে। তিনি বলেন, লকডাউন ভাঙার ক্ষেত্রে বিরোধীদের উস্কানি এসেছিল কোভিডের প্রথম স্রোতের সময়। এছাড়াও প্রধানমন্ত্রীর অভিযোগ আম আদমি পার্টির সরকার দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের দিল্লি ছাড়তে উস্কানি দেয়। একই অভিযোগ তাঁর শিবসেনা জোটশাসিত মুম্বই নিয়েও ছিল। সেই প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন একটি টুইটে মোদীর বক্তব্যের পাল্টা জবাব দেন। কেজরিওয়াল লেখেন, 'প্রধানমন্ত্রীজির এই বয়ান একেবারেই মিথ্যা। দেশ আশা করে যে, করোনাকালে যে মানুষরা পীড়াগ্রস্ত হয়েছেন, যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি প্রধানমন্ত্রী সংবেদনশীল হবেন। মানুষের কষ্টের উপর রাজনীতি করা প্রধানমন্ত্রীকে শোভা দেয়না।' এদিকে কংগ্রেসও বিজেপিকে এই ইস্যুতে ছেড়ে কথা বলেনি। যেখানে লকডাউনের সময় মুম্বইতে টিকিট দেওয়ার প্রসঙ্গ তুলে মোদী কংগ্রেসকে খোঁচা দিয়েছেন, সেই জায়গা থেকে পাল্টা টুইটারে লেখে, 'যে সময় থেকে অতিমারী শুরু হয়েছে সেই সময় সারা দেশ দেখেছে মোদী কিভাবে নমস্তে ট্রাম্প নিয়ে ব্যস্ত ছিলেন।'

 

এছাড়াও স্বাধীনতা সংগ্রাম ইস্যুতেও মোদীকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। এদিন সংসদে, মোদী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ইংরেজ চলে গেলেও দাসত্বের মানসিকতা থেকে বের হতে পারেনি অনেকে। তিনি বলেন, ইংরেজের 'ভাগ করো আর শাসন করো' নীতিতে অনেকেরই বিশ্বাস রয়েছে। এই জায়গা থেকে পাল্টা কটাক্ষ করে কংগ্রেস। তারা এক টুইটে লেখে, 'ইংরেজকে তথ্য সরবরাহ আপনার লোকজনেরা করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের বিরোধ আপনাদের লোকজন করেছিলেন।' কংগ্রেসের দাবি, সেই মানসিকতা থেকে অনুপ্রাণিত হয়েছেন মোদী। এই ইস্যুতে 'চিনের প্রতি ক্লিনচিট' দেওয়ার অভিযোগও মোদীর বিরুদ্ধে তোলে কংগ্রেস।

ঘরে বাইরে খবর

Latest News

এগরায় রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ, জখম ৪, আটক ৪ 'রামভক্ত' সৃজিতের প্রথম ছবির নায়িকা, আছে অমর্ত্য সেনের সঙ্গে নিবিড় যোগ, বলুন তো কে? জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল লোকসভা ভোটের আগে বিস্ফোরণ রাজ্যে, রামনবমীর রাতে বিকট আওয়াজে কাঁপল জামুড়িয়া জুড়তে পারে আরও ৬ লাইন! ৫ মিনিট ছাড়া মেট্রো চালাতে পরিকল্পনা ইস্ট-ওয়েস্ট করিডরে বিতর্কের আবহে বদলাবে আকবর ও সীতার 'পরিচয়', দুই সিংহের নয়া নামের প্রস্তাব বাংলার রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের আফগানদের বিরুদ্ধে T20I সিরিজে না অজিদের, পালটা বিগ ব্যাশে না খেলার হুমকি রশিদের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট

Latest IPL News

জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.