লোকসভায় এদিন, সংবিধান নিয়ে বিশেষ ডিবেট-এ অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, নভেম্বরের ২৬ তারিখ সংবিধানের ৭৫ বছর পূরণ হয়েছে। আর তা নিয়েই বক্তব্য রাখতে শুরু করে দেশের ঐক্যের বিষয়ে মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী। সংবিধান নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তোপ দাগতেও তিনি ছাড়েননি।
বক্তব্যের শুরুতেই তিনি সংবিধানের নির্মাতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশকে ‘গণতন্ত্রের মা’ বলে উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন যে, ভারতে প্রথম থেকেই মহিলাদের ভোটাধিকার স্বীকৃত ছিল, যা গণতন্ত্রের দিক থেকে একটি বড় বিষয়। এরই সঙ্গে মোদী জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য রাখেন। নাম না করে তিনি কংগ্রেসকে বিঁধে বলেন,'ঔপনিবেশিক মানসিকতা নিয়ে থাকা লোকজন, বিবিধতায় বিষাক্ত বীজ বুনে দেশের একতা খণ্ডন করা হচ্ছে।' মোদী তুলে ধরেন বিবিধতার মধ্যে ঐক্যের বিষয়টি তুলে ধরে বলেন,'আমাদের বৈচিত্রের উৎসবকে জীবনের অঙ্গ বানাতে হবে। তাতেই আম্বেদকরের সত্যিকারের শ্রদ্ধা হবে। গত ১০ বছরে জনতা আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন। একতায় জোর দিতে আমরা চেষ্টা করেছি।' এরপরই তিনি আর্টিক্যাল ৩৭০ নিয়ে বক্তব্য প্রকাশ করেন। তিনি বলেন,' আর্টিক্যাল ৩৭০ দেশের একতায় বাধা ছিল, দেওয়াল হয়েছিল। দেশের একতা আমাদের গুরুত্বের জায়গায় ছিল, যা সংবিধানের ভাবনা। আর তাই ধারা ৩৭০কে সরানো হয়।'
এদিকে, নিজের বক্তব্যে এরপরই মোদী তুলে ধরেন ইমার্জেন্সি প্রসঙ্গ। ‘সংবিধানের আজ ৭৫ বছর হচ্ছে।… একবার ইতিহাসের দিকে নজর করলে দেখা যাবে, সংবিধানের যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্যায়গুলিতে কী কী হয়েছিল, যখন দেশ সংবিধানের ২৫ বছর পূরণ করছিল, সেই সময় আমাদের দেশে সংবিধানকে আঁচড়ে দেওয়া হয়েছিল, ইমার্জেন্সি.. আপৎকাল এসেছিল, সংবিধানিক ব্যবস্থাকে সমাপ্ত করা হয়েছিল, দেশকে জেলখানা করা হয়েছিল। নাগরিকদের অধিকার কাড়া হয়েছিল, প্রেসের স্বতন্ত্রতা কেড়ে নেওয়া হয়, আর কংগ্রেসের মাথায় এই যে পাপ রয়েছে, তা কখনও ধোয়া যাবে না।’ এর আগে বক্তব্য রাখতে গিয়ে তাঁর সরকার নিজের ১০ বছরে কী কী করেছে, তার খতিয়ান তুলে ধরেন মোদী। মোদী বলেন, সংবিধানের ৫০ বছরে বিজেপির অটলবিহারী সরকার ছিল কেন্দ্রে। আর তা নিয়ে দেশে সেবার উদযাপন হয়েছিল। মোদী বলেন,' ৭৫ এর মধ্যে ৫৫ বছর একই পরিবার শাসন করেছে দেশকে।' অতীতের উদাহরণ টেনে মোদী নেহরু ইস্যুকেও সামনে আনেন। ফের নেহরু প্রসঙ্গ তুলে তিনি বলেন,' নেহেরু সংবিধান সংশোধনের পক্ষে ছিলেন.. যদি এটি বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে।' সুর চড়া করে মোদী দাবি করেন, ইমার্জেন্সি একটি পরিবারকে রক্ষার্থে লাগু করা হয়েছিল।